ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদে ধরা পড়লো ঘড়িয়াল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২০
গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদে ধরা পড়লো ঘড়িয়াল ঘড়িয়াল। ছবি: বাংলানিউজ

গাইবান্ধা: গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদে মাছ ধরার সময় জেলেদের জালে ধরা পড়েছে একটি ঘড়িয়াল। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে সদর উপজেলার কামারজানি ইউনিয়নের গোঘাট এলাকায় ধরা পড়ে ঘড়িয়ালটি।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে গোঘাট এলাকার ব্রহ্মপুত্র নদে জাল দিয়ে মাছ ধরছিলেন একদল জেলে।  এসময় তাদের জালে ধরা পড়ে একটি ঘড়িয়াল। পরে ঘড়িয়ালটিকে তীরে তুলে আনেন জেলেরা।

ঘড়িয়ালটির ওজন ২০ কেজি, দৈর্ঘ্য সাড়ে ৫ ফুট। এটি এক নজর দেখতে সকাল থেকে সেখানে শত-শত মানুষ ভীড় করতে থাকেন।  

গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিউল আলম বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘড়িয়ালটি উদ্ধার করে বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা সবুর হোসেনের উপস্থিতিতে ব্রহ্মপুত্র নদে অবমুক্ত করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ২৭ নভেম্বর, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।