ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

সাতক্ষীরায় ৮ তক্ষক সাপসহ আটক ৩

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১২
সাতক্ষীরায় ৮ তক্ষক সাপসহ আটক ৩

সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার সাল্যে এলাকা থেকে ৮টি তক্ষক সাপসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার জাতিয়াপাড়া গ্রামের মোস্তফা মোল্যার ছেলে আপতু মোল্ল্যা (৩৪), মুন্সীগঞ্জের নুরপুকুর পাড় গ্রামের হযরত আলির ছেলে রহমতুল্লাহ (৪৫) ও সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর গ্রামের বাদল সাহার ছেলে দুলাল সাহা (৪৮)।



সাতক্ষীরা সদর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন শেখ জানান, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) মাহবুবের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল সাল্যে গ্রামের মুঞ্জুরুলের বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে ৮টি তক্ষক সাপসহ ৩ জনকে আটক করে।

তিনি জানান, চক্রটি তক্ষক সাপগুলো ভারতে নিয়ে বিক্রি করে বলে আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

আটকদের বিরুদ্ধে বন্যপ্রাণী আইনের ২৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময় : ১৩২৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।