ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

বাউফলে মেছো বাঘের ৬ শাবক উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২১
বাউফলে মেছো বাঘের ৬ শাবক উদ্ধার উদ্ধার হওয়া মেছো বাঘের ছয়টি শাবক। ছবি: বাংলানিউজ

পটুয়াখালী: পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের তাতেরকাঠি গ্রামে পরিত্যক্ত একটি ঘর থেকে মেছো বাঘের ছয়টি শাবক উদ্ধার করা হয়েছে।  

শনিবার (২৩ জানুয়ারি) সকালে শাবকগুলো উদ্ধার করা হয়।

ঘরটির মালিক নজরুল তালুকদার বাংলানিউজকে জানান, সকালে তিনি তার পরিত্যক্ত ঘর পরিষ্কার করার সময় মেছো বাঘের শাবক ছয়টি দেখতে পান। পরে শাবকগুলো উদ্ধার করে তিনি বাউফল উপজেলা বন কর্মকর্তাকে জানান।  

পটুয়াখালী জেলা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, শাবক ছয়টি উদ্ধারের পরে যথাযথ হেফাজত ও সংরক্ষরণে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শক্রমে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।