ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

চা-বাগান থেকে আহত চিত্রা হরিণ উদ্ধার  

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২১
চা-বাগান থেকে আহত চিত্রা হরিণ উদ্ধার
  চা বাগানে পড়ে থাকা আহত চিত্রা হরিণ। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় একটি চা-বাগানের সেকশন থেকে আহতাবস্থায় একটি চিত্রা হরিণ (Chital) উদ্ধার করেছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।
 
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিকেলে শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা-বাগানের সেকশন থেকে আহতাবস্থায় চিত্রা হরিণটিকে উদ্ধার করা হয়।

হরিণের পেটের নিচ দিকে ক্ষতের চিহ্ন রয়েছে।
 
তবে শ্রীমঙ্গল উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. কর্ণ চন্দ্র মল্লিক জানান, চিত্রা হরিণটিকে কোন প্রাণী আক্রমণ করেছে। হরিণের ক্ষতস্থানে বন্যশুকরের দাঁতের চিহ্ন পাওয়া গেছে।
 
চিত্রা হরিণটি বন্যশুকর অথবা শিয়ালের আক্রমণের শিকার হয়েছে বলে ডা. কর্ন চন্দ্র মল্লিকের ধারণা।
 
মঙ্গলবার বিকেলে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা মোতালেব হোসেন বাংলানিউজকে বলেন, স্থানীয় চা-শ্রমিকদের মাধ্যমে খবর পেয়ে আহত হরিণটি উদ্বার করে নিয়ে আসেন। আহত হরিণটিকে আমরা আপাতত লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া রেসকিউ সেন্টারে রেখেছি।
 
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের আমাদের বিভাগীয় বন কর্মকর্তার সাথে এ ব্যাপারে আলোচনাক্রমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান এ রেঞ্জ কর্মকর্তা।
 
বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২১
বিবিবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।