ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

পাথরঘাটায় ২ কোটি টাকা মূল্যের তক্ষক উদ্ধার, আটক ১

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২১
পাথরঘাটায় ২ কোটি টাকা মূল্যের তক্ষক উদ্ধার, আটক ১ আটক পাচারকারী ও তক্ষক। ছবি: বাংলানিউজ

বরগুনা: বরগুনার পাথরঘাটায় দুই কোটি টাকা মূল্যের একটি তক্ষকসহ এক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।

সোমবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের মুন্সিরহাট ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

কোস্টগার্ডের দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেনেন্ট ফাহিম শাহরিয়ার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

আটক পাচারকারী চরদুয়ানী ইউনিয়নের ছহেরাবাদ গ্রামের নকুলেশ্বর বারিকের ছেলে রঞ্জন বারিক (৪৫)।  

লেফটেন্যান্ট ফাহিম শাহরিয়ার জানান, মুন্সিরহাট এলাকা থেকে একটি তক্ষক পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তক্ষকসহ রঞ্জন বারিককে আটক করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে বন্য ও প্রাণিসম্পদ সংরক্ষণ আইনে মামলা করা হবে।

তিনি আরো বলেন, আটক পাচারকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এর নেপথ্যে কারা আছে তা জানার চেষ্টা করছি। উদ্ধার তক্ষকটির দাম ২ কোটি টাকা হবে বলে তিনি দাবি করেন।

এদিকে রাত সাড়ে ৮টার দিকে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা সুলতানা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও তক্ষকটি বনে অবমুক্ত করার জন্য বন বিভাগের কাছে হস্তান্তর করার নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২১
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।