ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

বিপন্ন নিশিবক উদ্ধার, নেওয়া হলো বন্যপ্রাণী রেসকিউ সেন্টারে

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২১
বিপন্ন নিশিবক উদ্ধার, নেওয়া হলো বন্যপ্রাণী রেসকিউ সেন্টারে ...

মৌলভীবাজার: বিপন্ন প্রজাতির একটি অসুস্থ নিশিবক সাতছড়ি জাতীয় উদ্যোন থেকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া বন্যপ্রাণী রেসকিউ সেন্টারে নিয়ে আসা হয়েছে।  

সোমবার (২২ ফেব্রুয়ারি) এটিকে প্রয়োজনীয় চিকিৎসার জন্য সংরক্ষণ করা হয়।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, সাতছড়ির জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট মোহাম্মদ রোকাম উদ্দিন বলেন, সোমবার উদ্ধার হওয়া একটি নিশিবক পাখি সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করার জন্য নিয়ে আসা হয়। কিন্তু পাখিটি উড়তে না পারায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সিলেটের বিভাগীয়  বন কর্মকর্তার (ডিএফও) নির্দেশে পাখিটিকে শ্রীমঙ্গলে জানকিছড়া ক্যাম্পে অবস্থিত বন্যপ্রাণী রেসকিউ সেন্টারে চিকিৎসার জন্য পাঠানো হয়।

বন্যপ্রাণী গবেষক আদনান আজাদ আসিফ বাংলানিউজকে বলেন, এটি নিশিবক। ইংরেজি নাম ইন্ডিয়ান নাইট হেরন। তবে ব্লাক ক্রাউন নাইট হেরন নামেও পরিচিত। এরা নিশাচর পাখি। এপ্রিল-জুন এদের প্রজনন মৌসুম।

মজার বিষয় হলো, এরা একই গাছে দলবদ্ধভাবে বাসা বানায়। কম বয়সি পাখির রঙ ধূসর হয়।

বাংলাদেশ সময়: ০৭২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২১
বিবিবি/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।