ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

ফুলগাজীতে মেছোবাঘ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২১
ফুলগাজীতে মেছোবাঘ উদ্ধার খাঁচায় বন্দি মেছোবাঘ। ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনীর ফুলগাজী উপজেলার লোকালয় থেকে একটি মেছোবাঘ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের গাবতলী থেকে এ প্রাণীটি উদ্ধার করা হয়।

পরে মেছোবাঘটিকে পরশুরামে বন বিভাগের সংরক্ষণ বনে অবমুক্ত করা হয়।

স্থানীয় ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য দিলারা বেগম জানান, সকালে ভারতের ত্রিপুরা এলাকা থেকে ছুটে আসা একটি মেছোবাঘ গাবতলী এলাকায় ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা। পরে এটিকে আটক করতে দৌড়ানো শুরু করলে মেছোবাঘটি আমাদের বাড়ির আঙ্গিনায় চলে আসে। একপর্যায়ে আমরা এটিকে আটক করে ফুলগাজী উপজেলা বন বিভাগকে অবহিত করি।

সামাজিক বন বিভাগের পরশুরাম-ফুলগাজী রেঞ্জ কর্মকর্তা আবু নাছের জিয়াউর রহমান জানান, খবর পেয়ে স্থানীয় নারী মেম্বরের বাড়ি থেকে মেছোবাঘটি উদ্ধার করে পরশুরাম উপজেলার বিলোনীয়া এলাকায় মহেশপুরস্পনী রিজার্ভ ফরেস্টে অবমুক্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২১
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।