ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

ঠাকুরগাঁওয়ে নীলগাই উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
ঠাকুরগাঁওয়ে নীলগাই উদ্ধার নীলগাই। ছবি: বাংলানিউজ

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী নাগর নদী তীর থেকে একটি নীলগাই আটক করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পাড়িয়া শালডাঙ্গা এলাকায় পথচারীরা নীলগাইটি দেখতে পায়।

পরে অর্ধশতাধিক এলাকাবাসী মিলে নীলগাইটি আটক করে।

পারিয়া শালডাঙ্গা এলাকার সাদেক আলী বলেন, কয়েকদিন ধরে সীমান্তবর্তী নাগর নদীর আশপাশের জঙ্গলে নীলগাইটি ঘোরাঘুরি করছিল।

বালয়িাডাঙ্গী উপজেলার পারিয়া ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, আটক নীলগাইটি কান্তিভিটা ক্যাম্পে বিজিবির হেফাজতে দেওয়া হয়েছে।

ঠাকুরগাঁও বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা হরিপদ দেবনাথ বলেন, বালিয়াডাঙ্গী উপজেলায় একটি নীলগাই উদ্ধারের কথা শুনেছি।

উপজেলার চেয়ারম্যান আলী আসলাম জুয়েল বলেন, নীলগাইটি এলাকাবাসী আটক করার সময় কিছুটা অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। নীলগাইটি সুস্থ হলে কোথায় পাঠালে ভালো হয় বন বিভাগের সঙ্গে আলোচনা করে সীদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।