ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

পরিবেশ ও জীববৈচিত্র্য

বঙ্গবন্ধু সাফারি পার্কে বাঘের থাবায় কর্মচারী আহত 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
বঙ্গবন্ধু সাফারি পার্কে বাঘের থাবায় কর্মচারী আহত 

গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বাঘের থাবায় এক কর্মচারী আহত হয়েছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।

 

রোববার (১৪ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।  

আহত ব্যক্তি হলেন শ্রীপুর উপজেলার বেলতলি এলাকার শামসুল হকের ছেলে মজনু মিয়া (৩৫)। তিনি সাফারী পার্কের কর্মচারী।  

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমান বলেন, বাঘের বেষ্টনীতে তিনটি অংশ থাকে। বাঘটি বেষ্টনীর ভেতর নিচু সীমানা প্রাচীর লাফিয়ে পাশের সীমানা প্রাচীরের চলে যায়। এসময় এনক্লোজারের সামনে মজনু মিয়া বাঘটির সামনে পড়েন। এক পর্যায়ে বাঘটি মজনু মিয়াকে থাবা দেয়। এতে তার বাম বগলে জখম হয়।  

এসময় পার্কের অন্য কর্মচারীরা বাঘটিকে ওখান থেকে সরিয়ে দেন এবং মজনু মিয়াকে উদ্ধার করেন। পরে প্রথমে তাকে স্থানীয় আলহেরা হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এক পর্যায়ে উন্নত চিকিৎসার জন্য আহত মজনু মিয়াকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
আরএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।