ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

সাপের মাথা কামড়ে নিল শিশুটি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১২
সাপের মাথা কামড়ে নিল শিশুটি

ঢাকা : ইসরায়েলের হাইফা অঞ্চলে ১৮ মাসের একটি শিশু তার শোবার ঘরে চলে আসা বিষাক্ত সাপের মাথা কামড়ে ছিড়ে ফেলেছে।

শিশুটির মা সকালে তাকে দেখতে এসে আবিষ্কার করেন, শিশুটি ৩৫ সেন্টিমিটার লম্বা একটি মৃত সাপ চিবাচ্ছে।



সেদিন রাতে শিশুটি বাবা-মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল। সবার আগে ঘুম থেকে জেগে তার নিজের কক্ষে চলে যায়। সেখানেই সে সাপটি দেখতে পায়। ঘটনাটি গত বৃহস্পতিবারের।

জানা গেছে, শিশুটি সাপের মাথা আঁকড়ে ধরে কামড় দেয়। এতে মাথাটি সাপের দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তবে আশ্চর্যজনকভাবে সাপের কামড় খাওয়া থেকে বেঁচে গেছে শিশুটি।

শিশুটিকে জরুরি ভিত্তিতে হাইফা হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার জানান, তার শরীরে সাপের কামড়ের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

বাংলাদেশ সময় : ০৯৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।