রাঙামাটি: রাঙামাটি বেতার কেন্দ্র এলাকার জঙ্গল থেকে একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জুলাই) বিকেলে বানরটিকে আহত অবস্থায় উদ্ধার করে বেতার কেন্দ্রের কর্মচারী রিপন চাকমা এবং রবি চাকমা।
এসময় উপস্থিত ছিলেন- কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ সেলিম, আঞ্চলিক প্রকৌশলী আবু সায়েদ, সহকারী বার্তা নিয়ন্ত্রক এ.এম নূরুল আমিন
রাঙামাটি সদরের রেঞ্জ কর্মকর্তা এস.এম মাহবুবুল আলম বাংলানিউজকে বলেন, লজ্জাবতী বানর একটি বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির বানর। বিলুপ্ত প্রজাতিটিকে সংরক্ষণে সকলের সহযোগিতা দরকার। বানরটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ হলে বানরটিকে বনে অবমুক্ত করা হবে।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুলাই ০১, ২০২১
এনটি