ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

মোংলায় বন্য শুকর উদ্ধার, চিকিৎসা শেষে সুন্দরবনে অবমুক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, জুলাই ১৮, ২০২১
মোংলায় বন্য শুকর উদ্ধার, চিকিৎসা শেষে সুন্দরবনে অবমুক্ত

বাগেরহাট: বাগেরহাটের মোংলায় সুন্দরবন থেকে আসা একটি শুকর উদ্ধার করেছেন বনবিভাগ।  

রোববার (১৮ জুলাই) সকালে মোংলা জয়মনির ঘোলস্থ সাইলো এলাকা থেকে শুকরটি উদ্ধার করেন বনরক্ষীরা।

পরে প্রাথমিক চিকিৎসা শেষে শুকরটি সুন্দরবনে অবমুক্ত করা হয়।

সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের চাঁদপাই স্টেশন কর্মকর্তা ওবায়দুর রহমান বলেন, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে আমরা শুকরটি উদ্ধার করেছি। এটি কিছুটা অসুস্থ ছিল। পরে শুকরটিকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। শুকরটি সুস্থ হওয়ার পর সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জুলাই ১৮, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।