ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

পরিবেশ ও জীববৈচিত্র্য

শ্রীমঙ্গলে গুইসাপ উদ্ধার, পরে লাউয়াছড়ায় অবমুক্ত

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, জুলাই ২৯, ২০২১
শ্রীমঙ্গলে গুইসাপ উদ্ধার, পরে লাউয়াছড়ায় অবমুক্ত

মৌলভীবাজার: শ্রীমঙ্গল উপজেলার রাজাপুর গ্রাম থেকে একটি গুইসাপ উদ্ধার করা হয়েছে। গুইসাপটি রাজাপুর গ্রামের জসিম উদ্দিনের বাড়ি থেকে উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, পার্শ্ববর্তী বন থেকে হাঁস-মোরগ ধরে খাওয়ার জন্য লোকালয়ে চলে আসে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে খবর পেয়ে বনবিভাগ ও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন গুইসাটিকে উদ্ধার করে।

শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, উদ্ধার করা গুইসাপটির ওজন ৫ কেজি। এটি লম্বায় সাড়ে তিন ফুট। পরে বিকেল ৫টায় গুইসাপটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

এ সময় লাউয়াছড়া  ক্যাম্প কর্মকর্তা আনিসুজ্জামান, ওয়াইল্ডলাইফ জুনিয়র স্কাউট সুব্রত সরকার, তাজুল ইসলাম ও সেবা ফাউন্ডেশন পরিচালক স্বপন দেব সজল উপস্থিত ছিলেন।

Monitor Lizard গুইসাপের ইংরেজি নাম। এরা পরিবেশবান্ধব সরীসৃপ প্রাণী। জীবিত-মৃত প্রাণীদের পঁচা-বাসি দেহ বা অর্ধগলিত দেহ খেয়ে গুইসাপ পরিবেশ রক্ষায় উপকারী ভূমিকা রেখে আসছে। এদের আবাসস্থল ধ্বংসসহ লুকানো জায়গা না থাকায় এরা আমাদের চারপাশের প্রাকৃতিক পরিবেশ হতে ধীরে ধীরে বিপন্ন হয়ে পড়ছে।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, জুলাই ২৯, ২০২১
বিবিবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।