ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

লোকালয় থেকে উদ্ধার অজগর লাউয়াছড়ায় অবমুক্ত

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২১
লোকালয় থেকে উদ্ধার অজগর লাউয়াছড়ায় অবমুক্ত ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: শ্রীমঙ্গলে লোকালয় থেকে একটি অজগর সাপ (Burmese Python) উদ্ধার করেছে শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। পরে আবার সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

রোববার (২৯ আগস্ট) স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শ্রীমঙ্গল উপজেলার উত্তর ভাড়াউড়া ৫ নম্বর বস্তি থেকে অজগরটিকে উদ্ধার করেন সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল।

অবমুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শ্যামল কুমার মিত্র, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজলসহ বনবিভাগের অন্যান্যরা।

সজল দেব বলেন, উদ্ধার অজগর সাপটির ওজন ১০ কেজি আর লম্বায় ছিল ৭ ফুট।

তিনি আরো জানান, বনের প্রাণীরা খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসছে। প্রায়সই এমন ঘটনা ঘটছে। অনেক অসচেতন মানুষের কবলে পড়ে নৃশংসভাবে মারা যায় অনেক প্রাণী। আবার অনেক সময় চলন্ত গাড়ির চাকায় পিষ্ট হয়ে মরছে অনেক বন্যপ্রাণীরা।

খাদ্য সংকটের কারণে লোকালয়ে বন্যপ্রাণীদের চলে আসা মারাত্মক ক্ষতিকর ও দুঃখজনক বলে মন্তব্য করেন সজল।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২১
বিবিবি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।