ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

পাথরঘাটায় লোকালয় থেকে মেছো বাঘ উদ্ধার  

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২১
পাথরঘাটায় লোকালয় থেকে মেছো বাঘ উদ্ধার  

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় লোকালয় থেকে একটি মেছো বাঘ (বন বিড়াল) উদ্ধার করেছে বন বিভাগ।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা গ্রাম থেকে মেছো বাঘটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ঘুটাবাছা গ্রামের মৃত মো. বজলুর রহমানের বসতবাড়ির মুরগির ঘরের নিচে থেকে মেছো বাঘটি আটক করে বন বিভাগে খবর দেওয়া হয়। পরে বন বিভাগে সদস্যরা এসে মেছো বাঘটি উদ্ধার করে নিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুল হক বাংলানিউজকে বলেন, মেছো বাঘটি হরিণঘাটা বনে অবমুক্ত করা হবে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।