ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

পরিবেশ ও জীববৈচিত্র্য

সাতছড়ি উদ্যানে ময়নার মুক্তি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
সাতছড়ি উদ্যানে ময়নার মুক্তি 

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সাতছড়ি জাতীয় উদ্যানে একটি ময়না পাখি অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সাতছড়ি পরিদর্শনে গিয়ে বন বিভাগের উদ্ধার করা এ পাখিটি অবমুক্ত করেন তিনি।

এ সময় মুখ্য সচিবের সহধর্মিনী, তিনজন অবসরপ্রাপ্ত সচিব ও অতিরিক্ত সচিব তার সঙ্গে ছিলেন। এসময় সাতছড়িতে দু’টি গাছের চারাও রোপণ করেন তিনি।
 
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি ময়না পাখিটি লোকালয় থেকে উদ্ধার করে আনে বন বিভাগ। সেটিকে সাতছড়িতে অবমুক্ত করা হয়েছে। একইদিন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব চুনারুঘাটে গৃহ ও ভূমিহীনদের দেওয়া প্রধানমন্ত্রীর ঘরসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।
 
এ সময় হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান, চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক, সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল ও বন বিভাগের সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসাইনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শনিবার রাতে হবিগঞ্জের বাহুবলে দ্য প্যালেস রিসোর্টে রাত্রীযাপন করেন মুখ্য সচিব আহমদ কায়কাউস।

রোববার হবিগঞ্জের ফদ্রাখোলা আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করার পর সিলেট বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি।

বাংলাদেশ সময়: ০১১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।