ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

শাহজাদপুরে ৯ ফুট লম্বা অজগর উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২১
শাহজাদপুরে ৯ ফুট লম্বা অজগর উদ্ধার ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে ৯ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয় পরিবেশবাদী সংগঠন দি বার্ড সেফটি হাউসের সদস্যরা।  

বুধবার (২৭ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার জালালপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আল-আমিন নামে এক ব্যক্তির বাড়িতে আটক অবস্থায় অজগরটি উদ্ধার করা হয়।

দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস জানান, আল-আমিন নামে এক যুবক এক মাস আগে নেত্রকোনা থেকে অজগর সাপটি কিনে আনেন। এতদিন তিনি সাপটি নিজের হেফাজতেই রেখেছিলেন। খবর পেয়ে দুপুরে অজগর সাপটি উদ্ধার করেছি। বিষয়টি রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবিরকে জানানো হয়েছে। খুব দ্রুতই সাপটি তাদের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ২৬ অক্টোবর, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।