ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

লোকালয়ে ঘুরছে মুখপোড়া হনুমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২১
লোকালয়ে ঘুরছে মুখপোড়া হনুমান ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ার লোকালয়ে ঘুরছে বিলুপ্তপ্রায় প্রজাতির মুখপোড়া হনুমান। কেউ খাবার দিলেই সানন্দে গ্রহণ করছে হনুমানটি।

গত ৪/৫ দিন ধরে উপজেলার সড়াতৈল গ্রামে অবস্থান করছে হনুমানটি। কখনো ঘরের চালে, কখনো গাছের ডালে আবার কখনো বাজারের দোকানের সামনে বসে থাকছে এই প্রাণিটি। এলাকাবাসী কলা, বিস্কুট, বাদাম, কেক যা ছুঁড়ে দিচ্ছে সেটাই গ্রহণ করছে হনুমানটি। গাঁয়ের ছোট ছোট শিশুরা হনুমানটির পিছু নিয়ে মজা করলেও কোনো হিংস্রতা দেখাচ্ছে না এটি।  

সড়াতৈল গ্রামের বাসিন্দা মাহমুদুল হাসান বাবলা জানান, হনুমানটি বেশিরভাগ সময় তাদের বাড়ির টিনের চালে বসে থাকছে। এটি কোনো অত্যাচার করছে না। বাড়ির লোকজন একে নিয়মিত খাবার দিচ্ছেন। গ্রামের শিশুরা হনুমানটিকে দেখতে তার বাড়িতে ভিড় জমাচ্ছে। হনুমানটিকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও এটি বাড়ি ছাড়ছেনা।
 
সিরাজগঞ্জ বন কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, মুখপোড়া এই হনুমানটি দল ছুট হয়ে জনপদে ঢুকে পড়েছে। সাধারণত খাবারের অভাবে এরা বন থেকে লোকালয়ে আসে। আবার এক সময় ঘুরতে ঘুরতে এরা নিজেদের দলে ঢুকে বনে চলে যায়।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, নভেম্বর ০৪,২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।