নাটোর: চলনবিল অধ্যুষিত নাটোরের গুরুদাসপুর উপজেলার জীববৈচিত্র্য রক্ষায় অবৈধভাবে পাখি শিকার বন্ধে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (০৪ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তমাল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন নাটোর-৪ ( গুরুদাসপুর ও বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল, চলনবিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম আলী আক্কাছ, গুরুদাসপুর মডেল প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মাজেম আলী মলিন, প্রভাষক নাসরিন সুলতানা রুমা, ছাত্রলীগ সভাপতি আতিয়ার রহমান বাঁধন, পরিবেশকর্মী নাজমুল হাসানসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
ইউএনও তমাল হোসেন বলেন, জীববৈচিত্র্য রক্ষায় প্রতিদিন উপজেলা প্রশাসনের অভিযান চলমান রয়েছে। এছাড়া প্রতিটি ইউনিয়নে স্বেচ্ছাসেবক কমিটি গঠন করা হচ্ছে। উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জীববৈচিত্র্য রক্ষায় সার্বিক মনিটর করা হবে।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২১
এসআই