ঢাকা, মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

পরিবেশ ও জীববৈচিত্র্য

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে ভারতীয় সহকারী হাই কমিশনার

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২১
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে ভারতীয় সহকারী হাই কমিশনার ভারতীয় সহ. হাইকমিশনার (সিলেট) এর সেবা ফাউন্ডেশন পরিদর্শন। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার (সিলেট) নিরাজ কুমার জয়সোয়াল শ্রীমঙ্গলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন পরির্দশন করেছেন।

শুক্রবার (৩ ডিসেম্বর) বিকেলে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন পরিদর্শনে আসেন।

এ সময় বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব ও পরিচালক স্বপন দেব সজল ভারতীয় সহকারী হাই কমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে থাকা বিভিন্ন বন্যপ্রাণীগুলো পরিদর্শন করান।

ডেপুটি হাই কমিশনার বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃক বন্যপ্রাণী রক্ষায় বিভিন্ন অবদানের বিষয়ে অবগত হন।

সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জয়সোয়াল বন্যপ্রাণীদের প্রতি ভালোবাসা এবং বন্যপ্রাণী রক্ষায় অবদান রাখায় সিতেশ রঞ্জন দেবের ভূয়সী প্রশংসা করেন।  

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২১
বিবিবি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।