ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

ঠাকুরগাঁওয়ে রেড কোরাল সাপ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, জুলাই ৮, ২০২২
ঠাকুরগাঁওয়ে রেড কোরাল সাপ উদ্ধার রেড কোরাল কুকরি

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে দুর্লভ প্রজাতির রেড কোরাল কুকরি সাপ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুলাই) দিনগত রাতে জেলা সদর উপজেলার গড়েয়া বাজার এলাকা থেকে মৃত অবস্থায় সাপটি উদ্ধার করা হয়।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে চোঙাখাতা বাজার থেকে বাড়ি ফিরছিলেন মিলটন নামে স্থানীয় এক যুবক। রাস্তার পাশেই কিছু ছেলেকে একটি সাপ মারতে দেখে তিনি ঘটনাস্থলে ছুটে যেতেই সাপটির মাথায় ও শরীরে আঘাত করে তারা। এতে সাপটি মারা যায়।

মিলটন সরকার বলেন, স্থানীয়রা বুঝতে না পেরে আতঙ্কে সাপটিকে আঘাত করলে ঘটনাস্থলেই সাপটির মৃত্যু হয়।

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের পরিষদের (ইউপি) চেয়ারম্যান রইসউদ্দিন সাজু ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন,  আমাদের এদিকে কখনও আগে এমন সাপ দেখিনি।

ঠাকুরগাঁও রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিউল আলম মণ্ডল বাংলানিউজে বলেন, বিষয়টি কেউ জানায়নি। যদি জীবিত থাকা অবস্থায় আমাদের জানানো হতো, তাহলে আমরা তাৎক্ষণিক গিয়ে সাপটিকে উদ্ধার করতে সক্ষম হতাম। যেহেতু মেরে ফেলা হয়েছে, এখন আর কিছু করার নেই। তবে এ ধরনের সাপ ভবিষ্যতে দেখলে না মেরে বন বিভাগকে খবর দেওয়ার জন্য পরামর্শ দিচ্ছি।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, জুলাই ০৮, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।