ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

পরিবেশ ও জীববৈচিত্র্য

শরণখোলা থেকে চিত্রল হরিণ ও অজগর উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, জুলাই ১৮, ২০২২
শরণখোলা থেকে চিত্রল হরিণ ও অজগর উদ্ধার

বাগেরহাট: বাগেরহাটের শরণখোলার লোকালয় থেকে চিত্রল হরিণ ও অজগর উদ্ধার করেছে বন বিভাগ।  

রোববার (১৭ জুলাই) বিকেলে উপজেলার সোনাতলা গ্রাম থেকে এই হরিণ ও অজগর উদ্ধার করা হয়।

পরে সুন্দরবনের ভোলা এলাকার বনে অবমুক্ত করা অজগর ও হরিণটিকে।

অজগর ও হরিণ উদ্ধার কার্যক্রমে অংশ নেওয়া ওয়াইল্ড টিমের মাঠ কর্মকর্তা আলম হাওলাদার বলেন, সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের ছগীর ঘরামির বাড়ির পাশে হরিণটি দেখতে পায় গ্রামবাসী। এরপর ভিলেজ রেস্পন্স টিম (বিটিআরটি), বাঘ বন্ধু ও গ্রামবাসী মিলে হরিণটি উদ্ধার করে বনরক্ষীদের কাছে হস্তান্তর করেছি। এছাড়া সোনাতলা গ্রামের জাহাঙ্গীর হাওলাদরের বাড়িতে থেকে একটি অজগর উদ্ধার করে ভিটিআরটির সদস্যরা। পরে অজগরটিকেও বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, লোকালয় থেকে উদ্ধারকরা চিত্রল হরিণটি ছোটাছুটির সময় কিছুটা অসুস্থ হয়ে পড়ায় সেটিকে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে হরিণটিকে বনে অবমুক্ত করা হয়েছে। অজগরটিকেও অবমুক্ত করেছি আমরা। অবমুক্ত করা অজগরটি ৯ ফুট লম্বা এবং ওজন ১২ কেজি।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জুলাই ১৮, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।