ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

বোয়াল ধরার বড়শিতে উঠে এলো ১০০ কেজির শুশুক!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০২২
বোয়াল ধরার বড়শিতে উঠে এলো ১০০ কেজির শুশুক! শুশুকটিকে ঘিরে উৎসুক জনতা।

টাঙ্গাইল: টাঙ্গাইলের নাগরপুরে ধলেশ্বরী নদী থেকে বোয়াল মাছ ধরার বড়শিতে ধরা পড়েছে ১০০ কেজি ওজনের বিরল প্রজাতির সামদ্রিক শুশুক। সমুদ্রের দুর্লভ শুশুকটি নদীতে ভেসে লোকালয়ে আসায় স্থানীয় লোকজনের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা দিয়েছে।

এক নজর শুশুকটি দেখতে হাজার হাজার উৎসুক জনতা ভিড় করছেন।

রোববার (৩১ জুলাই) ভোরে উপজেলার সহবতপুর ইউনিয়নের জাঙ্গালিয়া ধলেশ্বরীতে সেন্টু নামের এক যুবকের বড়শিতে ধরা পড়ে এ শুশুকটি। সেন্টু উপজেলার সহবতপুর ইউনিয়নের চরডাঙ্গা গ্রামের আমজাদ আলীর ছেলে।

এলাকাবাসী জানান, আজ ভোরে উপজেলার সহবতপুর ইউনিয়নের জাঙ্গলিয়া এলাকায় ধলেশ্বরীতে সেন্টু নামের এক যুবক বোয়াল মাছ ধরার বড়শি নদীতে ফেলে আসেন। পরে ছোট একটি বোয়াল মাছ বড়শিতে আটকে যায়।
ওই যুবক মাছটি খুলে আনার জন্য উদ্যত হয়। এ সময় আকস্মিকভাবে বড়শিতে আটকে যাওয়া বোয়ালটিকে গিলতে গিয়ে বিশাল আকৃতির শুশুক আটকে যায়। পরে সেন্টু শুশুকটিকে দেখে ভয় পেয়ে চিৎকার করতে থাকেন। এ সময় তার চিৎকার শুনে নদী পাড়ের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়দের সহায়তায় শুশুক ডাঙ্গায় তুলে আনা হয়। পরে শুশুকটি স্থানীয় বাজারে নেওয়া হয়। মুহূর্তের মধ্যে এই খবর ছড়িয়ে পড়লে আশেপাশের লোকজনসহ দূর-দুরান্ত থেকে হাজারো মানুষ শুশুকটি দেখতে ভিড় জমায় ওই বাজারে। পরে স্থানীয়রা শুশুকটি ১৫ হাজার টাকায় সেন্টুর কাছ থেকে কিনে নেয়।

নাগরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মাছুম বিল্লা বলেন, শুশুক বিলুপ্তের পথে। এটি সংরক্ষিত প্রাণী। যদি শুশুকটি জীবিত থাকতো তাহলে আমরা উদ্ধার করতাম।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, জুলাই ৩১, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।