বাগেরহাট: সুন্দরবনের একমাত্র বন্যপ্রাণী প্রজননকেন্দ্র করমজলে কুমিরের ৩৮টি ডিমের সবগুলোর ছানা ফুটেছে।
সোমবার (২২ আগস্ট) সকালে কেন্দ্রের ইনকিউবেটর (কৃত্রিমভাবে তাপের ব্যবস্থা করে ডিম ফোটানোর যন্ত্র) থেকে কুমিরের ডিমগুলো বের করা হয়।
সুন্দরবনের করমজল প্রজননকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির মোবাইল ফোনে জানান, গত ২২ জুন কেন্দ্রের পুকুরের কুমির পিলপিল ৩৮টি ডিম পাড়ে। এরপর ডিমগুলো ফোটানোর জন্য নির্দিষ্ট তাপামাত্রায় ইনকিউবেটরে রাখা হয়। নির্দিষ্ট সময় শেষে সোমবার ডিমগুলো বের করে বাচ্চা ফোটানো হয়।
তিনি আরও জানান, এর আগে এই কেন্দ্রে কুমিরের ডিম থেকে বাচ্চা ফোটার হার ছিল ৬০-৬৫ ভাগ। এবারই প্রথম বার শতভাগ বাচ্চা ফুটেছে। আমাদের সবার পরিশ্রম সফল হয়েছে। আগে এনালগ পদ্ধতির ইনকিউবেটর ব্যবহার করা হতো। এবার প্রথমবারের মত আমরা ডিজিটাল ইনকিউবেটর ব্যবহার করে এই সাফল্য পেয়েছি। ৬২ দিন পর ডিজিটাল ইনকিউবেটর থেকে ডিমগুলো বের করে বাচ্চা ফোটানো হয়।
বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, আগস্ট ২২, ২০২২
আরএ