ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

জীবননগরে অসুস্থ হুতুম পেঁচাকে বাঁচালেন দরদি ব্যবসায়ী

জেলা সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০১২
জীবননগরে অসুস্থ হুতুম পেঁচাকে বাঁচালেন দরদি ব্যবসায়ী

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা শহরে বেশ বড় আকৃতির অসুস্থ একটি হুতুম পেঁচাকে উদ্ধার করে তার চিকিৎসা দিলেন দরদি ব্যবসায়ী।

শহরের কেবি মার্কেটের ব্যবসায়ী শহিদুল ইসলাম সহিদ এ হুতুম পেঁচাটি উদ্ধার করে তার চিকিৎসা করান।

এখন হুতুম পেঁচাটি একটু সুস্থ হয়েছে বলে তিনি জানান।

জীবননগর পোস্ট অফিস পাড়ার শহিদুল ইসলাম সহিদ বাংলানিউজকে জানান, শুক্রবার ভোরে তিনি তার দোকানে আসার পথে একটি বাঁশবাগানের ভেতর বিরাটকায় এ হুতুম পেঁচাটি পড়ে থাকতে দেখেন। অসুস্থ পাখিটি তিনি উদ্ধার করে দোকানে আনেন এবং এর চিকিৎসা করান।

চিকিৎসার ফলে পেঁচাটি রোববার একটু সুস্থ হয়ে উঠলে তিনি তা ছেড়ে দেয়ার চেষ্টা করেন। কিন্তু এটি উড়তে ব্যর্থ হয়। বর্তমানে তার হেফাজতেই হুতুম পেঁচাটি রয়েছে বলে তিনি বাংলানিউজকে জানান।

বাংলাদেশ সময় : ১৫১০ ঘণ্টা, মার্চ ২০, ২০১২

প্রতিবেদক: আনজাম খালেক
সম্পাদনায়: তানিয়া আফরিন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।