পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলার রুহিতা গ্রামে একটি বাড়ির পুকুর পাড় থেকে অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে অজগরটি অবমুক্ত করা হয়।
বুধবার (২৬ অক্টোবর) সকাল ৯টার দিকে হরিণঘাটা বনে সাপটি অবমুক্ত করে বনবিভাগ। এর আগে সকালে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের রুহিতা গ্রামের ইব্রাহিমের বাড়ির পুকুর পাড়ে জালে পেঁচানো অবস্থায় অজগরটি উদ্ধার করে পরিবেশকর্মী সাংবাদিক আরিফুর রহমান।
আরিফুর রহমান বলেন, ঘূর্ণিঝড় সিত্রাং এর কারণে নিম্নাঞ্চল প্লাবিত হয়। পুকুর, মাছের ঘের তলিয়ে যাওয়ায় মাছ রক্ষার জন্য পাড়ে জাল দেওয়া হয় ওই জালে একটি অজগর সাপ আটকে যায়। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জাকির মুন্সির সহযোগিতায় সাপটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করি।
বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম বলেন, সাংবাদিক আরিফুর রহমান অজগরটি উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করলে আমরা হরিণঘাটা বনে অবমুক্ত করি।
বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২
আরএ