ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

চোখজুড়ানো লাল শাপলার রাজ্যে একদিন

রাজীন চৌধুরী, সিনিয়র ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২২
চোখজুড়ানো লাল শাপলার রাজ্যে একদিন পানিতে মুগ্ধতা ছড়াচ্ছে লাল শাপলা ফুল। ছবি: রাজীন চৌধুরী

ঢাকা: প্রতিবছর বর্ষায় খাল-বিল-নদী ও জলাশয়ে প্রাকৃতিকভাবেই জন্মায় শাপলা ফুল। মানুষ শাপলা তুলে খাদ্য হিসেবে ব্যবহার করে, কেউ আবার তা বিক্রি করে জীবিকাও নির্বাহ করেন।

আনাদরেই বাড়ির পাশেই জলাশয়ে ফোটে শাপলা। তাই বলে যে এর সৌন্দর্য কম তা কিন্তু নয়।

বুধবার (৩০ নভেম্বর) সাভারে অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ঘুরে এই লাল শাপলার রাজ্যের সঙ্গে পরিচয় হয়।

জাবির পুকুরে ফুটে থাকা লাল শাপলার দৃশ্য দেখতে শিক্ষার্থীর পাশাপাশি আশেপাশের এলাকা থেকে মানুষজন ছুটে আসেন। আর কয়দিন পরই এই জলাশয়ে আসবে পরিযায়ী পাখিরাও। সবমিলিয়ে শীতে উৎসবমুখর থাকে জাবি প্রাঙ্গণ।



ঘুরতে ঘুরতে শহীদুল ইসলাম নামে একজনের সঙ্গে কথা হয়।

তিনি বাংলানিউজকে বলেন, বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাসটাই সুন্দর।

চারপাশে শুধু সবুজ গাছপালা। আর পুকুরের কাছে গেলে তো লাল শাপলা ও পাখিদের মেলা চোখে পড়ে। এই মৌসুমে প্রায় এখানে স্ত্রীকে নিয়ে এখানে বেড়াতে আসি।  



জাবির দর্শন বিভাগের শিক্ষার্থী নাজমুস সাকিব হাঁটতে বেরিয়েছেন।

তার ফাঁকে এখানে দাঁড়িয়ে কিছুটা জিরিয়ে নিচ্ছেন। কথা হলে তিনি বাংলানিউজকে বলেন, লাল শাপলার জন্য এই জায়গাটা আমার খুব পছন্দ। শীত বেশি পড়লে এখানে পাখি আসবে। তখন দর্শনার্থীদের সমাগম বাড়ে।


বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।