ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফিচার

বিলীনের পথে সাধুহাটির ‘জমিদার বাড়ি’      

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৪
বিলীনের পথে সাধুহাটির ‘জমিদার বাড়ি’       রাজচন্দ্রের পরিত্যক্ত জমিদার বাড়ি। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: মৌলভীবাজারের ইতিহাস অনেক পুরোনো। এখনো বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছে ইতিহাসের নানা পর্বের বিভিন্ন নিদর্শন।

যেসব জায়গা প্রাচীন ইতিহাসের প্রত্যক্ষ সাক্ষী হয়ে টিকে আছে এখনো। তেমনি একটি প্রাচীন ঐতিহাসিক জায়গা মৌলভীবাজার সদরের সাধুহাটি এলাকায় অবস্থিত জমিদার রাজচন্দ্রের পরিত্যক্ত জমিদার বাড়ি।
 
জানা যায়, দেয়ালের প্রাচীর ক্ষয়ে যাওয়া পুরোনো এ জমিদার বাড়িটি ব্রিটিশ আমলের এক জমিদারের। তার নাম জমিদার রাজচন্দ্র। সম্ভবত ঢাকাবাসী এই জমিদার ইংরেজদের কাছ থেকে জমিদারি কিনে এ অঞ্চলে আসেন। মৌলভীবাজারের সাধুহাটি এলাকাসহ আশপাশের এলাকাজুড়ে ছিল তার জমিদারি। প্রায় দেড় ফুট পুরু দেয়াল দিয়ে ঘেরা পরিত্যক্ত এই জমিদার বাড়িটি এখন সেই সময়েরই কথা বলে যেন।

জমিদার বাড়ির পাশেই রয়েছে সুবিশাল দিঘী। এখনো দিঘী পানিতে পরিপূর্ণ থাকে সবসময়। এলাকার মানুষের নানা কাজে আসে এই দিঘীর পানি। দিঘীর পাশেই আবার জমিদার বাড়িতে প্রবেশের মুখে সিঁড়িঘরে হাওয়া খানা। মনোরম পরিবেশে এখানেই বসে নাকি জমিদার অভিযুক্ত লোকজনের বিচার-আচার করতেন।
এর অভ্যন্তরে রয়েছে চাকর-চাকরানী, বাবুর্চিদের থাকার ঘর। রয়েছে ‘হাওয়াখানা’। যদিও এগুলো এখন সাপ-সরীসৃপ জাতীয় প্রাণীদের আবাসস্থল। জমিদার বাড়িটি পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। জমিদার রাজচন্দ্রের কোনো উত্তরসুরী এখানে না থাকায় অবহেলা, অযত্নে নষ্ট হয়ে গেছে একসময়ের জাঁকজমক পূর্ণ এই জমিদার বাড়ি।  

জনশ্রুতি আছে, জমিদার রাজচন্দ্র তার ভাই সূর্যনারায়ণ চন্দ্রসহ তার অন্যান্য পরিবারের সদস্যদের নিয়ে ১৮৮৫ সালে সাধুহাটির জমিদারি ছেড়ে চলে যান। কেউ কেউ অবশ্য বলে থাকেন, তারা পালিয়ে গিয়েছিলেন। মূলত, জমিদার রাজচন্দ্র ছিলেন একজন অত্যাচারী জমিদার। জমিদার বাড়িতে সেসময় একটি টর্চার সেলও ছিল। যেখানে এনে মানুষদের নির্যাতন করা হত। ফলে এ অঞ্চলের মানুষ জমিদারকে পছন্দ করতো না। তার ওপর এই জমিদার স্থানীয় ছিলেন না। এসেছিলেন ঢাকা থেকে। ফলে, সাধুহাটিতে যখন জমিদারের অত্যাচারের বিরুদ্ধে সবাই ক্ষেপে উঠল তখন তারা পালিয়ে যান।

স্থানীয় এলাকাবাসী গোপাল দেবনাথ বলেন, সাধুহাটির এই জমিদার বাড়ির বয়স দেড়শ’ বছরেরও বেশি। জমিদার বাড়িটি এখনো কোনোমতে টিকে আছে। অনেক জায়গায় খসে পড়েছে দেয়ালের পলেস্তারা। জমিদার বাড়ির অনেক জায়গাতেই আগাছা, শেকড়বাকড় জন্ম নিয়েছে। ভয়ে এখন আর তেমন কেউ এদিকে আসেন না।

তবে মাঝে মাঝে ইতিহাস সন্ধানী মানুষজন আসেন পুরোনো এই জমিদার বাড়ি দেখতে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৪   
বিবিবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।