ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ফিচার

উড়োজাহাজে কি কোনো খাবার নিয়ে ওঠা যায়?

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
উড়োজাহাজে কি কোনো খাবার নিয়ে ওঠা যায়? প্রতীকী ছবি

হাতে সময় কম। তারই মধ্যে ঘুরতে যেতে হবে।

যাতায়াতের সময় যদি কিছুটা সময় বাঁচানো যায় সে উদ্দেশে ট্রেন বা বাসের বদলে উড়োজাহাজকেই বেছে নেন অনেকে। তবে যারা নিয়মিত আকাশপথে যাতায়াত করেন তারা উড়োজাহাজে চড়ার নিয়মকানুন সম্পর্কে অবহিত। কিন্তু যারা খুব বেশি উড়োজাহাজে চেপে ঘুরতে অভ্যস্ত নন তাদের কিছু জিনিস মাথায় রাখা জরুরি। অনেকেই দ্বিধায় থাকেন যে উড়োজাহাজে খাবার নিয়ে ওঠা যায় কিনা। বিশেষ করে বাড়ি থেকে নিয়ে যাওয়া রান্না খাবার। তাহলে জেনে নিন উড়োজাহাজে কি ধরনের খাবার নিয়ে ওঠা যাবে আর কোনগুলো একেবারেই নেওয়া যাবে না।

আন্তর্জাতিক উড়োজাহাজে খাবার নিয়ে ওঠাই যায়। বাড়ি থেকে স্ন্যাক্স নিয়ে যেতেই পারেন। তবে তা সব সময়ে জিপ-লক করা ব্যাগে নিতে হবে। চাটনি বা সস নিতে হলে ১০০ মিলি পাউচে নিতে হবে।  

ড্রাই ফ্রুটস, ফল, স্যালাডও নিতে পারেন সঙ্গে। তবে খাবার ঠিকমতো প্যাকেটে ভরে নিতে হবে।

গুজরাটি স্ন্যাক্স থেপলা, খাকড়া সঙ্গে নেওয়া যাবে। তবে অ্যালুমিনিয়ামের ফয়েলে মুড়ে নিতে হবে।

নোনতা যেকোনো স্ন্যাক্স যেমন নিমকি, চানাচুর, ভুজিয়া সঙ্গে রাখা যাবে। তবে জিপ-লক ব্যাগে ভরে নিতে হবে। চিনা বাদাম, প্রোটিন বার, বিস্কুট, কুকিজ, চিপসও নেওয়া যাবে সঙ্গে।

শুনলে অবাক হবেন উড়োজাহাজে কিন্তু আপনি মুড়ি বা চিড়ে নিয়েও উঠতে পারেন। কেবলমাত্র প্যাকেজিং ঠিক হওয়া দরকার। তবে চেক ইন ব্যাগেজে শুকনো নারকেল রাখার নিয়ম নেই। নারকেলে তেলের মাত্রা বেশি থাকায় একে দাহ্য পদার্থ হিসেবে দেখা হয়। তাই উড়োজাহাজে চড়ার সময় চেক ইন ব্যাগেজে নারকেল ভুলেও রাখবেন না।  

স্যান্ডউইচ, পরোটা, ম্যাগি নুডলসে কোনো সমস্যা নেই। তবে কিছু খাবার আপনি চেক ইন ব্যাগেজে রাখতে পারবেন না। যেমন- তেল, অ্যালকোহল আছে এমন সস, অ্যারোসল ক্যানে প্যাকেটজাত কোনো খাবার, ঘি, আচার, পান, পোস্তর মতো বেশ কিছু খাবার উড়োজাহাজে নিয়ে যেতে পারবেন না আপনি।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।