ঢাকা, শুক্রবার, ৭ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

ফিচার

সুধারাম বাউল মেলায় দর্শনার্থীদের ভিড় 

শাকিল আহমেদ, স্টাফ ফটো করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
সুধারাম বাউল মেলায় দর্শনার্থীদের ভিড়  মেলায় দর্শনার্থীদের ভিড় /ছবি: শাকিল আহমেদ

ঢাকা: প্রতিবছরের মতো এবারও শ্রী শ্রী সুধারাম বাউলের স্মরণে রাজধানী ঢাকার ডেমরার বালুনদীর পাড়ে বসেছে ঐতিহ্যবাহী বাউল মেলা।  

তিন দিনব্যাপী এই মেলায় ২শ’টির বেশি দোকান বসছে।

সারাদিন মেলায় বেচাকেনার পরে রাতে খ্যাতিমান বরেণ্য বাউলশিল্পী বাউল গানের আসর বসে। আসরে তারা গান পরিবেশনা করেন। তাদের গান শুনতে দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন। এতে দর্শকরা আনন্দ পায়।  

রোববার (১৬ ফেব্রুয়ারি) ডেমরা বাউল মেলা ঘুরে বিভিন্ন চিত্র তুলে ধরেছেন বাংলানিউজটোয়েন্টিফোর.কমের ফটো করসপন্ডেন্ট শাকিল আহমেদ।  

সরেজমিনে মেলা ঘুরে দেখা যায় আগত দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। শিশু-কিশোররা নাগরদোলায় চড়তে বায়না ধরছে। কেউ কেউ তো নাগরদোলায় চড়ে বেশ মজা পাচ্ছে। নাগরদোলার পাশেই তাকাতে দেখা যায় ম্যাজিক নৌকায় দোল খাচ্ছে একঝাঁক শিশু-কিশোর। তারাতো আনন্দে আত্মহারা।  মেলা থেকে কুটির শিল্প, মৃৎশিল্পসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনছেন দর্শনার্থীরা। বাহারি কাগজের তৈরি ফুল আকৃষ্ট করছে দর্শনার্থীদের। মেলায় পাওয়া যাচ্ছে খই, মুড়ি, বাতাসা, মিষ্টির দোকান। মাটির তৈরি হাঁড়িপাতিল কিনছে ক্রেতারা।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।