ঢাকা, মঙ্গলবার, ১ বৈশাখ ১৪৩২, ১৫ এপ্রিল ২০২৫, ১৬ শাওয়াল ১৪৪৬

ফিচার

বাংলা ১৪৩২ সন বরণে প্রস্তুত যশোর

সরোয়ার হোসেন, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৫
বাংলা ১৪৩২ সন বরণে প্রস্তুত যশোর

যশোর: বাংলা ১৪৩১ সনকে বিদায় জানিয়ে ১৪৩২ সনকে বরণ করে নিতে প্রস্তুত যশোর।  

সাংস্কৃতিক সংগঠনগুলোসহ জেলা প্রশাসনও সব কার্যক্রম এরই মধ্যে সম্পন্ন করেছে।

এখন চলছে চূড়ান্ত অনুশীলন।  

এবারই প্রথম কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে বর্ষবরণ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

যশোর জেলার ঐতিহ্য অনুযায়ী বাংলা বর্ষবরণের স্মারক হিসেবে শুভেচ্ছাপত্র বিতরণ শেষ করেছে সংগঠনগুলো। শুভেচ্ছাপত্র দেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকেও।

শনিবার (২৯ চৈত্র) জেলার বিভিন্ন স্থানে ঘুরে সাংস্কৃতিক সংগঠনগুলোর বর্ষবরণের প্রস্তুতি দেখা যায়। সবজায়গায়ই সাজ সাজ রব। কর্মীরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে বর্ষবরণের যাবতীয় প্রস্তুতি নিয়েছেন। এখন শেষ সময়ের অনুশীলন নিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা। সবার উদ্দেশ্য- নতুন বছরে উৎসবে রাঙাতে হবে যশোরকে।

জেলা শহরে অবস্থানরত প্রধান প্রধান সাংস্কৃতিক সংগঠনগুলোর প্রবেশদ্বারসহ কার্যালয় সাজানো হয়েছে পরিপাটি করে। রং-তুলির ক্যানভাসে একেকটি বস্তু যেন হয়ে উঠেছে জীবন্ত। এবারই প্রথম গাছের পাতা দিয়ে টুপি তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে চারুপীঠ যশোর।

যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বাংলানিউজকে বলেন, ১৪৩২ সনকে বরণ করে নিতে জেলা প্রশাসন পুরো প্রস্তুত। পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সব প্রস্ততি নেওয়া হয়েছে।

তিনি বলেন, পহেলা বৈশাখ সকাল সাড়ে ৮টায় যশোরের ঐতিহাসিক কালেক্টরেট চত্বরে সব সংগঠন এবং সাধারণ মানুষকে সমবেত হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। সকাল ৯টায় জাতীয় সংগীত এবং ‘এসে হে বৈশাখ এসো এসো’ পরিবেশনের পর শুরু হবে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রাটি পুরো শহর প্রদক্ষিণ করবে। এরপর সাংস্কৃতিক সংগঠনগুলো যে যার মতো করে অনুষ্ঠান পরিচালনা করবে।

জেলা প্রশাসক আরও বলেন, এবার পহেলা বৈশাখের অনুষ্ঠান সরকার নির্ধারিত সন্ধ্যা ৬টার মধ্যেই সম্পন্ন করতে বলা হয়েছে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সহযোগিতা করবে।

যশোরের প্রধান নাট্য সংগঠন বিবর্তন যশোরের অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি সানোয়ার আলম খান দুলু বাংলানিউজকে বলেন, প্রতি বছরের মতো এবারও বিবর্তন যশোর কবিতা, নাটকসহ নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। এছাড়া, ঐতিহ্যের ধারাবাহিকতায় শহরবাসীকে আনন্দ শোভাযাত্রা শেষে সংগঠন কার্যালয়ে মিষ্টিমুখ করানো হবে।  

তিনি জানান, স্থানীয় নবকিশলয় বিদ্যালয় মাঠে সকালে শিশুদের এবং বিকেলে বড়দের পরিবেশনা থাকবে।

বাংলাদেশে পহেলা বৈশাখের সূচনা হয়েছিল যশোরের চারুপীঠ নামক সংগঠনের ‘বর্ষবরণ শোভাযাত্রা’ নামে। যদিও পরে ঢাকা থেকে তা পরিবর্তন হয়ে মঙ্গল শোভাযাত্রা নাম নেয়।  

চারুপীঠের প্রতিষ্ঠাতা মাহবুব জামাল শামীম শনিবার (২৯ চৈত্র ও ১২ এপ্রিল) সংগঠন কার্যালয়ে বাংলানিউজকে জানান, শুরুর নামেই এবার বাংলা নতুন বছরকে বরণ করবে চারুপীঠ। সকাল সাড়ে ৮টায় সংগঠনের কার্যালয় থেকে শোভাযাত্রা নিয়ে কালেক্টরেট চত্বরে মূল শোভাযাত্রায় মিলিত হবো।

তিনি বলেন, পুরোনো ও নতুন শিল্পীদের অংশগ্রহণের মধ্যদিয়ে অক্লান্ত পরিশ্রম করে নানা উপকরণ তৈরি করা হয়েছে। শনিবার বিকেলে চারুপীঠ চত্বরে শোভাযাত্রার একটি মহড়ারও আয়োজন করা হয়। ‘যতনে রাখি ধরণীরে’ শিরোনামে গাছ, পাখ-পাখালি, গ্রামীণ মানুষের সংগ্রামী জীবনের নানা মাধ্যম ফুঁটিয়ে তোলা হবে শোভাযাত্রায়। থাকবে নদী, পাহাড়, নীলাকাশও। এক প্রাণবন্ত বাংলাদেশকেই দেখা যাবে এ আয়োজনে-বলেন মঙ্গল শোভাযাত্রার উদ্যোক্তা।

এছাড়া, উদীচী যশোর তাদের ঐহিত্য অনুযায়ী এবারও পহেলা বৈশাখের সকাল ৬টা ৩১ মিনিটে পৌরপার্কে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে। এর জন্য মঞ্চ সজ্জার কাজও প্রায় শেষ। শনিবার বেলা ১১টায় সংগঠন কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে অনুষ্ঠান সূচি তুলে ধরেন সংগঠনের নেতারা।  

তারা জানান, এবারও থাকবে সমবেত ও একক সংগীত, যাত্রাপালা, নাট্যাংশ, জারি, সারি, ভাটিয়ালিসহ নানা আয়োজন।

সুরবিতান, পুনশ্চ, সুরধুনী, মাইকেল সংগীত শিক্ষা কেন্দ্র, স্পন্দনসহ ৩৩টি সাংস্কৃতিক সংগঠন এবার যশোর শহরের নানা প্রান্তে সাংস্কৃতিক অনুষ্ঠান করবে পহেলা বৈশাখে।

এবার বাংলা নতুন সনকে বরণ করে নিতে তিনদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে যশোর জেলা বিএনপি, যা কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রথম।

বিএনপির কর্মসূচির মধ্যে রয়েছে বৈশালি শোভাযাত্রা, পান্তা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খেলাধুলা। দলের যশোর জেলা সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বিষয়টি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।