ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

ফিচার

ইতিহাসে এই দিন ২২ জুলাই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪১, জুলাই ২২, ২০১০
ইতিহাসে এই দিন ২২ জুলাই

ঘটনা
১৯৪৪ সালে পোল্যান্ডে ফ্যাসিবাদী শাসনের অবসান হয়।
১৯৪৬ সালে ব্রিটেনে পাওরুটির রেশন চালু হয়।


১৯৪৭ সালে ভারতের গণ পরিষদে রাষ্ট্রীয় প্রতীক অনুমোদিত হয়।
১৯৭২ সালে রাশিয়ার মনুষ্যবিহীন নভোযান ভেনেরা-৮ শুক্রে অবতরণ করে।


ব্যক্তি
১৮১৪ সালে প্যারীচাঁদ মিত্রের [টেকচাঁদ ঠাকুর] জন্ম।
১৮৪৭ সালে সাহিত্যিক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের জন্ম।
১৮৮৭ সালে নোবেলজয়ী [১৯২৫] জার্মান পদার্থবিদ গুস্তাফ হার্টসের জন্ম।
১৮৮৮ সালে নোবেলজয়ী [১৯৫২] অণুজীববিজ্ঞানী সেলমান ওয়াসম্যানের জন্ম।
১৯২৬ সালে শহীদ অধ্যাপক ও প্রাবন্ধিক মোফাজ্জল হায়দার চৌধুরীর জন্ম।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।