ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৫২

... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৭ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৪
বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৫২

ঢাকা: ‘ফটো পাঠান বাংলানিউজে’ ঘোষণায় সাড়া দিয়ে অসংখ্য পাঠক তাদের শখের ক্যামেরায় বা স্মার্টফোনে তোলা ফটো পাঠাচ্ছেন বাংলানিউজে। সবার ফটো ধারাবাহিকভাবে প্রকাশ হবে।

তবে এই মেইলে [email protected] ফটো পাঠানোর সঙ্গে সঙ্গে আপনার নিজের নাম, ঠিকানা, ফোন নম্বর এবং ক্যাপশন লেখার প্রয়োজনে ছবির বিবরণ থাকা জরুরি।

নাম, ঠিকানা ও ক্যাপশন না থাকায় অনেক ফটোই আমরা প্রকাশ করতে পারছি না। আর সেরা ছবি বাছাইয়েও সমস্যা হচ্ছে। যার ফটোর সঙ্গে যতো বেশি তথ্য থাকছে, তার ফটোই বাছাইয়ে এগিয়ে থাকছে বেশি। কাজেই, আর ভুল না করে আপনার পাঠানো ফটোর সঙ্গে প্রয়োজনীয় তথ্য জুড়ে দিন। আর নিজের ফটো দেখতে চোখ রাখুন ‘বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ আয়োজনে।
1_1
গ্রামের টইটম্বুর একটি খালের অপার সৌন্দর্য, যেটা বর্তমানে হারিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে। সাতক্ষীরা জেলার কাদাকাটি গ্রাম থেকে
ছবিটি ক্যামেরাবন্দি করেছেন তানজিল হুদা।
2_2
বান্দরবানের নীলগিরি গেলে মনে হয় পৃথিবীর সব সৌন্দর্য একা উপভোগ করি! ছবিটি তুলেছেন ঢাকার নুরুন নবী রাজীব।
3_3
ছবির মতো দূরের গ্রাম। বাগেরহাটের শরণখোলা থেকে পাঠিয়েছেন দৈনিক ইত্তেফাকের জেলা করেসপন্ডেন্ট আসাদুজ্জামান মিলন।
4_4
দুপুরে হালকা বৃষ্টি হচ্ছিলো। বৃষ্টির সময় নদী ও আকাশ মিলে ধারণ করেছিল অনন্য সুন্দর আবহাওয়ার। নারায়ণগঞ্জের চাষাড়া থেকে মো. কায়সার হোসেনের তোলা।
5_5
ট্রাফিক আইন লঙ্ঘন করায় শাস্তি পেতে হয় রিকশাকে, চালককে নয়। রাজধানীর আসাদগেট আড়ং সিগন্যাল থেকে ছবিটি তুলেছেন মাইদুর রহমান রুবেল।
6_6
ক্ষুধার তাড়নায় অন্ন জোটাতে এই বয়সেই শিশুটিকে ধরতে হয়েছে সংসারের হাল। শিশুটির মতো বাংলাদেশের অসংখ্য শিশু কাজ করে জীবিকা নির্বাহ করে। জাফলংয়ের পিয়াইন নদী থেকে ছবিটি তুলেছেন সৈয়দা উম্মে হাবীবা।
7_7
জীবন্ত আয়না....!! হোটেল সোনারগাঁও সংলগ্ন হাতিরঝিল থেকে মো. মনিরুল ইসলামের তোলা ছবি।
8_8
উড্ডয়নের অপেক্ষায় একটি উড়োজাহাজ। জাতীয় প্যারেড গ্রাউন্ড থেকে ছবিটি তুলেছেন সাতক্ষীরার আসাদুজ্জামান।
9_9
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি অকৃত্রিম ভালোবাসা। সেই ভালোবাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে তার প্রতিকৃতি এঁকেছেন হল ছাত্রগের নেতাকর্মীরা। ছবিটি তুলেছেন নৃবিজ্ঞান বিভাগের ছাত্র বেলাল হোসাইন রাহাত।
10_10
চিরচেনা গ্রামীণ নৈস্বর্গিক দৃশ্যের সঙ্গে যোগ হয়েছে আলো-ছায়ার চমৎকার খেলা। কালিহাতী টাঙ্গাইল থেকে ছবিটি তুলেছেন রবিউল হাসান খান।

বাংলাদেশ সময়: ০১১৬ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৪


** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৫১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৫০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১
** ফটো পাঠান বাংলানিউজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।