ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

মাধ্যাকর্ষণ শক্তি নাকি ভারসাম্যের যাদু-১! (ভিডিও)

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৪
মাধ্যাকর্ষণ শক্তি নাকি ভারসাম্যের যাদু-১! (ভিডিও) ছবি: সংগৃহীত

ঢাকা: মাইকেল গ্রাব। তাকে শিল্পী না বলে যাদুকর বলাই ভালো।

কারণ পাথরের উপর অবিশ্বাস্যভাবে পাথর সাজিয়ে তিনি পদার্থ বিজ্ঞানের সূত্রকেই প্রশ্নের মুখে ঠেলে দিয়েছেন!

ছোটবেলায় অনেকে ‘বরফ-পানি’ খেলা খেলে থাকবেন। তুড়ি দিলেই বরফ। পাথরের উপর পাথর সাজিয়ে যে নান্দনিক আকার তিনি দেন, তা সোজা বাংলায় বললে, বিশ্বাসযোগ্য নয়। এ কেবল কোনো মন্ত্রবল বা জাদুর কারসাজিতেই সম্ভব। কাছ থেকে দেখলে মনে হবে, তুড়ি দিয়ে তিনি যেন বরফ করে দিয়েছেন পাথরগুলো।

তার এই মন্ত্রমুগ্ধ কাণ্ড যারাই দেখেছেন, সবারই একটাই প্রশ্ন- কীভাবে করেন এসব!

শোনা যাক যাদুকরের মুখেই, এটা গত কয়েক বছরের চর্চার ফল। এগুলো করতে আমি ভেষজ পদ্ধতি, চূড়ান্ত প্রাকৃতিক ধ্যানমগ্নতা, মানসিক স্থিতি ও নান্দনিক নকশার সন্নিবেশ ঘটাই।  

আর কথা বাড়িয়ে লাভ নেই। বরং ভিডিওতেই দেখে নেওয়া যাক তার জাদু। প্রতি পর্বে পাঠকদের জন্য থাকবে তার আলাদা আলাদা সৃষ্টিশেলী। প্রথম পর্বের ভিডিওটি দেখে নিন।


বাংলাদেশ সময়: ০৪০০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।