ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৫৫

.... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৪
বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৫৫

ঢাকা: ‘ফটো পাঠান বাংলানিউজে’ ঘোষণায় সাড়া দিয়ে অসংখ্য পাঠক তাদের শখের ক্যামেরায় বা স্মার্টফোনে তোলা ফটো পাঠাচ্ছেন বাংলানিউজে। সবার ফটো ধারাবাহিকভাবে প্রকাশ হবে।

তবে এই মেইলে [email protected] ফটো পাঠানোর সঙ্গে সঙ্গে আপনার নিজের নাম, ঠিকানা, ফোন নম্বর এবং ক্যাপশন লেখার প্রয়োজনে ছবির বিবরণ থাকা জরুরি।

নাম, ঠিকানা ও ক্যাপশন না থাকায় অনেক ফটোই আমরা প্রকাশ করতে পারছি না। আর সেরা ছবি বাছাইয়েও সমস্যা হচ্ছে। যার ফটোর সঙ্গে যতো বেশি তথ্য থাকছে, তার ফটোই বাছাইয়ে এগিয়ে থাকছে বেশি। কাজেই, আর ভুল না করে আপনার পাঠানো ফটোর সঙ্গে প্রয়োজনীয় তথ্য জুড়ে দিন। আর নিজের ফটো দেখতে চোখ রাখুন ‘বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ আয়োজনে।
poto_story_1
বসন্তে নবযৌবনা নিমগাছ। যেন পুরো সবুজ শ্যামল বাংলার প্রতিনিধি। নওগাঁ থেকে ছবিটি পাঠিয়েছেন মো. রোকনুদ্দৌলা।
poto_story_2
হাতের মুঠোয় ঝরে পড়া রঙিন জীবন। ক্লিক ঢাকার নাজমুল আলম বাঁধন।
poto_story_3
খালে কলার ভেলা। তার উপর হাঁসের নির্ভয় বিচরণ। সৈকত জোয়ার্দার ছবিটি চুয়াডাঙ্গা থেকে পাঠিয়েছেন।
poto_story_4
বর্ষায় ধান রোপণে ছবিটি রংপুরের মিঠাপুকুর থেকে পাঠিয়েছেন জান্নাত আরা।
poto_story_5
জোয়ার ভাটার খেলায় শাহ্ পরীর দ্বীপ। অপেক্ষামাণ ট্রলার ও যাত্রী। ছবি শিহাব উদ্দিন খন্দকার।
poto_story_6
সূর্যাস্তের সময় শাহজালাল এয়ারপোর্ট থেকে উড়ে যাচ্ছে উড়োজাহাজ। বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ধারণ করেছেন শুভ্রা ভৌমিক।
poto_story_7
 চর আলেকজান্ডার, রামগতি, লক্ষ্মীপুরের মেঘনা নদীর পাড় থেকে ছবিটি তুলেছেন মো. আলমগীর হোসেন আলী।
poto_story_8
স্বচ্ছ পানিতে আনন্দে মেতে ওঠার পরিবর্তে জীবিকার তাগিদে নোংরা পানিতে পথশিশুরা। চট্টগ্রামের চকবাজার এলাকা থেকে মুঠোফোনে ছবিটি তুলেছেন মোহাম্মদ শেখ সাদী।
poto_story_9
নাম না জানা বুনোলতার কচি রক্তাভ পাতার ছবিটি সীতাকুণ্ডের পাহাড় থেকে তুলেছেন চট্টগ্রামের আনোয়ারুল ইসলাম বাবর।
poto_story_10
সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ২০০০ ফুট উপরে তিন দিকে পাহাড় বেষ্টিত বান্দরবানের অপরূপ সুন্দর বগালেক।

বাংলাদেশ সময়: ০১০৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৪

 

** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৫৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৫৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৫২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৫১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৫০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১
** ফটো পাঠান বাংলানিউজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।