ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

অবিশ্বাস্য সত্যি!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৪
অবিশ্বাস্য সত্যি!

ঢাকা: যুক্তরাষ্ট্রের শিকাগো নদীর ঠিক পাশের দুই বহুতল ভবন। শুধু বহুতল বললে ভুল হবে, বহু বহুতল।

মাটির ৫শ’ ফুট উপরে। দুই ভবনের মাঝখানের দূরত্ব ৯৪ ফুট, এ মাথা থেকে ও মাথা দড়ি টাঙানো। সেই দড়ির উপর দিয়ে চোখে কালো কাপড় দিয়ে হেঁটে গেলেন নিক!

পুরো নাম নিক ওয়ালেন্দা। শুনলে অবিশ্বাস্য ঠেকবে। শুরুতে সবার এমনটাই ধারণা হয়েছিল। নিকের দুঃসাহসিক হেঁটে যাওয়া সম্প্রচার করছিল একটি টেলিভিশন।

কর্তৃপক্ষ ভেবেছিল, অঘটন ঠিক ঘটবেই! এজন্য তারা ১০ সেকেন্ড অপেক্ষা করে সম্প্রচার শুরু করে। শেষ পর্যন্ত কোনোকিছুর সাহায্য ছাড়াই দড়ির উপর দিয়ে হেঁটে গেলেন নিক। না, কোনো অঘটনই ঘটেনি।  

আরও ভয়ের ব্যাপার হলো, ৩৫ বছরের নিক দুই ম্যারিনা সিটি টাওয়ারের মাঝ দিয়ে হেঁটে যেতে কোনো সেফটি নেটও ব্যবহার করেন নি। যেখানে সামান্য এদিক ওদিক হলেই ঘটতে পারতো নিশ্চিত মৃত্যু! 

ঘণ্টায় ৪০ কিমি বেগে হাওয়া বইছিল। দড়ির একমাথা দিয়ে হাঁটা শুরু করেন নিক। এক মিনিট ১৭ সেকেন্ডে পৌঁছে যান দড়ির ‍অন্য মাথায়। শেষ করেন ভয়ঙ্কর এই হাঁটা। যেন নিজের চোখে দেখেও বিশ্বাস হতে চায় না!

নিচে হাজারো মানুষ রুদ্ধশ্বাসে চেয়ে আছে। সবার চোখ উপরে, নিক শেষ পর্যন্ত সুস্থভাবে পৌঁছাতে পারবেন তো!

শেষ পর্যন্ত কাউকেই হতাশ করেন নি তিনি। সবার দুশ্চিন্তা দূর করে দিগ্বিজয়ীর মতো শেষ হাসিটা হাসলেন চোখে কালো কাপড় বাঁধা দুঃসাহসী নিকই।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।