ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

হাঙরের পেটে মানুষের মাথা!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৪
হাঙরের পেটে মানুষের মাথা!

ঢাকা: চলতি বছরের ১৩ সেপ্টেম্বর বোহল ও ক্যামিগুইন দ্বীপের মধ্যবর্তী অঞ্চলে ডুবে যায় ফিলিপাইনের একটি ফেরি। ডুবন্ত ফেরির ১শ’ যাত্রীকে উদ্ধার করা গেলেও দু’জনকে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায় নি।

 

ফিরে আসি বর্তমানে। সম্প্রতি সমুদ্রের ঠিক ওই অঞ্চলেই মাছ ধরছিলেন পাঁচ জেলে। সেদিন মাছ তো মাছ, জালে উঠল বিশালবপু এক হাঙর। প্রায় ৬শ’ কেজির এ সমুদ্র দানবের পেট কেটে কি পাওয়া গেল শুনবেন? মানুষের পা ও মাথা!

ভাবতে পারেন, এরকম হিংস্র মাংসখেকো প্রাণী, তার পেটে মানুষের মাথা পাওয়া যেতেই পারে! কিন্তু না, জেলে প্রতিনিধি বোডয় জরগড (৪৮) বলছেন ভিন্ন কথা।

শোনা যাক তার মুখেই, আম‍ার ৩০ বছরের পেশাদার জীবনে এমনটা কখনো দেখিনি। কখনও পাওয়া গেছে বলেও শুনিনি।
তাদের ধারণা, হাঙরের পেটে পাওয়া পা ও মাথা ওই দুই নিখোঁজ যাত্রীর হতে পারে।

তবে এটা তাদের জন্য অপয়া হতে পারে ভেবে, হাঙরসহ পা ও মাথা সমুদ্রে ফেলে দিয়েছেন তারা।

বাংলাদেশ সময়:  ০০০৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।