ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

ফিচার

মৃত্যু থেকে ফিরে অলৌকিক ক্ষমতা শিশুর!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২৪, নভেম্বর ২১, ২০১৪
মৃত্যু থেকে ফিরে অলৌকিক ক্ষমতা শিশুর!

ঢাকা: প্রতিদিনের মতোই স্কুল শেষে বাড়ি ফিরছিল নিকোলাই ক্রিয়াংল্যাচেঙ্কো (১২)। পথে ল্যাম্পপোস্টের অরক্ষিত বৈদ্যুতিক তারে শক লেগে মারাত্মক ‍আহত হয় সে।



নিকোলাইয়ের তখন মুমূর্ষু অবস্থা। অবস্থা এতই গুরুতর যে, সবাই ধরে নিয়েছিল সে আর বাঁচবে না!

শেষ পর্যন্ত সবাইকে অবাক করে দিয়ে নিকোলাই মৃত্যুর দুয়ার থেকে ফিরে এলো। কিন্তু ঘটল আরেক বিপত্তি।

তার ঘনিষ্ঠজনদের দাবি, তার মধ্যে অলৌকিক ক্ষমতা ভর করেছে! নিশ্চিত মৃত্যু থেকে ফিরে এসেছে বলে জন্মেছে এ ক্ষমতা।

নিকোলাই একদিন দেখল, তার কপালে অবিশ্বাস্যভাবে পয়সা আটকে আছে। প্রথমে ব্যাপারটা কেউ পাত্তা দেয়নি। কিন্তু পরে দেখা গেল, শুধু পয়সা নয়, অন্যান্য ধাতব বস্তুও আটকে থাকছে তার শরীরে। স্বাভাবিকভাবে যেটা একেবারেই অসম্ভব। যেন মস্ত এক চুম্বকের দলা।

এ বিষয়ে শোনা যাক নিকোলাইয়ের মুখেই, আমি এখন অনেক কিছুই পারি, যা ‍আগে পারতাম না। সবকিছুতে আমার একটা নিয়ন্ত্রণ চলে এসেছে। একদিন একটা গ্লাসও আটকে ছিল।       

এ বিষয়ে এখনও কোনো বিশেষজ্ঞ মত পাওয়া যায়নি। তবে নিকোলাইয়ের অবস্থা এখন জনপ্রিয় মারভেল কমিকের খলচরিত্র ‘ম্যাগনেটো’র মতো। কমিকে ম্যাগনেটোও তার মতো ক্ষমতার অধিকারী।

বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।