ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

কুমিরের মুখ থেকে মুক্তি!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৪
কুমিরের মুখ থেকে মুক্তি!

ঢাকা: জলে কুমির, ডাঙায় বাঘ; প্রবাদটি তো এমনি এমনি হয়নি! জল-স্থলের সবচেয়ে ভয়ঙ্কর বিপদের পরিস্থিতি বোঝাতে নেওয়া হয় দু’জনের নাম। হিংস্রতায়ও কেউ কারও চেয়ে কম যায় না।

 

এখানে প্রসঙ্গ কুমির। এ হিংস্র প্রাণীটির একদম মুখের ভিতর থেকে বেঁচে ফিরে আসাটা তো চাট্টিখানি কথা নয়! কিন্তু ঘটনা ঠিক তেমনটিই ঘটেছে।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্কে দেখা গেল কুমিরের মুখের ভিতর একটি কচ্ছপ। কুমির তাকে এই গিলবে, কী সেই গিলবে, এরকম মুহূর্ত থেকে বেঁচে ফিরে এল কচ্ছপটি!

দুর্দান্ত এ ছবিটি ফ্রেমবন্দি করেছেন আলোকচিত্রী মারিও মোরেনো। কিভাবে কচ্ছপটি বেঁচে গেল, এখন সেটাই কোটি টাকার প্রশ্ন!

শোনা যাক আলোকচিত্রীর মুখেই, কচ্ছপটির পিঠের শক্ত খোলটি এতই পিচ্ছিল ছিল যে, কোনোভাবেই কুমির তাকে গিলতে পারেনি। এটি বিশ্বাস করা খুব কঠিন, কিন্তু এটাই ঘটেছে।

বাংলাদেশ সময়: ০১৪২ ঘণ্টা, ডিসেম্বর১০ , ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।