ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

ফিচার

ইতিহাসে এই দিন ২৪ জুলাই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৩, জুলাই ২৪, ২০১০
ইতিহাসে এই দিন ২৪ জুলাই

ঘটনা
১৮৬১ সালে ‘নীলদর্পণ’ নাটকের ইংরেজি অনুবাদ প্রকাশের দায়ে পাদ্রি জেমস্ লং কারারুদ্ধ হন।
১৮৭৯ সালে মি. ফিউরি কলকাতায় প্রথম বৈদ্যুতিক বাতি প্রদর্শন করেন।


১৯৪৬ সালে সমুদ্র তলদেশে প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
১৯৮৬ সালে এডিনবয়ায় কমনওয়েলথ গেমস্ শুরু। ৩১ টি দেশের ক্রিড়া বর্জন।
১৯৯৯ সালে আটত্রিশ বছর শাসনের পর মরোক্কোর বাদশাহ হাসানের মৃত্যু।

ব্যক্তি
১৭৮৩ সালে ভেনেজুয়েলার মুক্তি সংগ্রামী সিমন্ বোলিভারের জন্ম।
১৮৫৭ সালে ডেনমার্কের নোবেলজয়ী [১৯১৭] লেখক হেইনরিখ পন্টোপিডানের জন্ম।
১৮৭০ সালে কালীপ্রসন্ন সিংহের মৃত্যু।
১৯৭৪ সালে নোবেলজয়ী [১৯৩৫] ব্রিটিশ পদার্থবিদ স্যার জেমস চ্যাডউইকের মৃত্যু।
১৯৮০ সালে সমাজবিজ্ঞানী ও সাহিত্য-সমালোচক বিনয় ঘোষের মৃত্যু।
১৯৮০ সালে চলচ্চিত্রাভিনেতা উত্তম কুমারের মৃত্যু।
১৯৮৬ সালে নোবেলজয়ী [১৯৫৩] মার্কিন জীবরসায়নবিদ ফিৎস লিপম্যানের মৃত্যু।
১৯৯১ সালে নোবেলজয়ী [১৯৭৮] সুইডিশ ঔপন্যাসিক আইজাক সিঙ্গারের মৃত্যু।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।