ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

সাপ দিয়ে বডি ম্যাসাজ!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৪
সাপ দিয়ে বডি ম্যাসাজ!

ঢাকা: স্পা বিশ্বব্যাপী নারীদের কাছে বেশ জনপ্রিয়। শত কাজ চাপ ব্যস্ততার ফাঁকে স্পা মন-শরীরে আনে প্রশান্তি।

বিশেষ করে কর্মজীবী সৌন্দর্য সচেতন নারীরা পার্লারে হিয়ে বেশি স্পা করান।

স্পাতে থাকে বিভিন্ন ধরনের বডি ম্যাসাজ। বডি ম্যাসাজের ক্ষেত্রে নানা ধরনের পদ্ধতিও ব্যবহার করা হয়। এ কাজে শামুক ব্যবহার নতুন নয়।

কিন্তু ইসরায়েলের আদা বারাকস কার্নিভোরাস প্ল্যান্ট ফার্মে যেভাবে ম্যাসাজ করা হয় সেটি শুনলে নিশ্চিত আঁতকে উঠবেন!
snake_1
বিষয়টি আঁতকে ওঠার মতোই। কারণ এখানে আপনার বডি ম্যাসাজ করে দেবে নানা প্রজাতির একদল সাপ! এর মধ্যে রয়েছে ফ্লোরিডার কিং স্নেক, কর্ন স্নেক, মিল্ক হোয়াইট স্নেক প্রভৃতি।
snake_2
মোটা অংকের অর্থের বিনিময়ে এখানে আপনি মুখ, পিঠসহ শরীরের যেকোনো স্থানে ম্যাসাজ করিয়ে নিতে পারবেন সাপের কাছ থেকে!
snake_3
এখন চিকিৎসার কাজেও স্পা একটি কার্যকরী পদ্ধতি। বিশেষ করে ব্যাকপেইনের জন্যে স্পা বেশ জনপ্রিয়। আর ইসরায়ের এ ফার্মের মালিক পশুপ্রেমী। তার ফার্মে রয়েছে বড় একটি কমলা বাগান। সেখ‍ানেই অবস্থিত এ পার্লার।
snake_4
মনোরম পরিবেশে ভিন্ন আমেজে স্পা করাতে নারীরা বেশ আনন্দ পান বলেই জানিয়েছেন এর মালিক। তবে ভয় নেই। সাপগুলো সম্পূর্ণ বিষহীন।

বাংলাদেশ সময়: ০৯০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।