ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

ফিচার

স্বাধীনতার ৫৩ বছরে ওরা ৫৩

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৪
স্বাধীনতার ৫৩ বছরে ওরা ৫৩

ওরা অদম্য, অজেয়। একদল তরুণ মোটরবাইকে ছুটে চলল বাংলাদেশের এপ্রান্ত থেকে ওপ্রান্তে।

তেঁতুলিয়া থেকে টকনাফ একত্রে দল বেঁধে পাড়ি দিয়েছে বাংলাদেশের ৫৩ জন বাইকার। যারা একত্রিত হয়েছিলেন দেশের বিভিন্ন জেলা থেকে। তাদের এক সুতোয় গেঁথেছে দেশি বাইকার নামের এক ফেসবুক গ্রুপ।

সম্প্রতি গণঅভ্যুত্থানে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে দেশের তরুণদের হাত ধরেই। এই তরুণরাই বাংলাদেশের শক্তি। দিন বদলের বার্তা নিয়ে বাংলাদেশের স্বাধীনতার ৫৩ বছর উদযাপনে সারা দেশ থেকে বাছাই করে ৫৩ জন বাইকারকে নির্বাচিত করা হয়। তাদের নিয়ে যাত্রা শুরু হয় তেঁতুলিয়া থেকে টেকনাফের পথে যাত্রা। এই রাইডের পোশাকি নাম দেওয়া হয় ‘টি-টি’ রাইড। আয়োজনের পৃষ্টপোষক হিসেবে যোগ দেয় এসিআই মটরস। রাইডারদের সার্বিক সহায়তা পাশে ছিল প্রতিষ্ঠানটি।



পুরো দেশে সম্প্রীতি, সৌহার্দ্য, অসাম্প্রদায়িকতার বার্তা ছড়িয়ে দিতেই দেশের এপ্রান্ত থেকে ওপ্রান্তে ছুটে চলেছেন বাইকাররা। ঢাকা থেকে এই রাইডে অংশ নেন মিরাজ হোসন। গেন্ডারিয়ার বাসিন্দা মিরাজ তার অভিজ্ঞতা জানালেন এভাবে, ‘দেশের এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে আমরা গিয়েছি। এটা খুব একটা সহজ বিষয় না। একা কিংবা ছোট দল হলে যাত্রা যতটা সহজ হয়, ৫৩ বাইকার নিয়ে যাত্রা ততটাই কঠিন। নতুন বাংলাদেশের এক প্রান্ত থেকে ছুটে গিয়ে অন্য প্রান্ত দেখা অবশ্যই ভিন্ন অনুভূতি। এটা আনন্দের। স্বপ্ন সত্যি হওয়ার মতো। ’ একই সুর অন্য বাইকারদের কণ্ঠেও।  

স্বপ্ন জয়ে মত্ত এই তরুণরাই নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি। শত প্রতিকূলতা জয় কর এগিয়ে যাওয়ার প্রত্যয়।

বাংলাদেশে সময়: ২০৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৪
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
infostation welcome Banner
img img img
img
img img
img img
img img img img img img
img