ঢাকা: ১৬ ডিসেম্বর, ১৯৭১। এদিন পাকিস্তান বাহিনীকে চূড়ান্তভাবে পরাজিত করে বিজয় লাভ করে বাংলাদেশ।
সেই থেকে এদিনটি আমাদের মহান বিজয় দিবস হিসেবে পালিত হয়ে আসছে। দেখতে দেখতে আমাদের বিজয় দিবস পা দিয়েছে ৪৪ বছরে। বরাবরের মতো রাষ্ট্রীয়ভাবে সাভারের জাতীয় স্মৃতিসৌধসহ সারা দেশেই বিজয়ের এ দিনটি পালিত হচ্ছে।
বিজয় উদযাপনের এ মুহূর্তগুলো নানাভাবেই ফ্রেমবন্দি করেছেন বাংলানিউজের ফটো টিম। সেখান থেকেই বাছাই করা পাঁচটি ছবি নিয়েই এ আয়োজন।
![](files/December_2014/December_16/1_466918929.jpg)
তোমার হাতেই বাংলাদেশ।
![](files/December_2014/December_16/2_367153197.jpg)
ফুলেল শ্রদ্ধায় আমাদের জাতীয় স্মৃতিসৌধ, আমাদের গর্ব।
![](files/December_2014/December_16/3_592508373.jpg)
হাজারো মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত বিজয় দিবস।
![](files/December_2014/December_16/4_938473970.jpg)
আকাশে উড়ছে লাল-সবুজের পতাকা।
![](files/December_2014/December_16/5_857054709.jpg)
কুচকাওয়াজ মাধ্যমে মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা নিবেদন।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৪
** উৎসব মুখর পরিবেশে বিজয় দিবস উদযাপন