ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

অপারেশনে চলাকালে রোগীকে রেখে সেলফি!

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৪
অপারেশনে চলাকালে রোগীকে রেখে সেলফি!

ঢাকা: বলা হয়ে থাকে, চিকিৎসকদের প্রধান ধর্ম রোগীর সেবা। কিন্তু এই চিকিৎসকদেরই তাদের প্রধান ধর্মের প্রতি একেবারেই অমনোযোগী করে তুলছে ‘সেলফি’ নামে এক ধরনের তীব্র ‘জ্বর’।

এই অমনোযোগের জেরেই আবার চাকরি খোয়াতে হচ্ছে তাদের।

সম্প্রতি সেলফি জ্বরের এমন ‘কম্পনের’ সাক্ষী হয়েছে চীনের একটি হাসপাতাল। জানা যায়, জরুরি অপারেশন চলাকালে হঠাৎ মাঝপথেই খানিকটা ‘বিরতি’ দিয়ে সেলফি তুলতে পোজে দাঁড়িয়ে যান সব চিকিৎসক। তাদের সবারই মুখে তখন হাসি লেগেছিল।

এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টও করেন ওই চিকিৎসকদের কেউ একজন। তবে বিতর্কের ঝড় শুরু হয় এরপরই।

সামাজিক যোগাযোগবিদরা প্রশ্ন তোলেন, কীভাবে এমন দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়ে চিকিৎসকরা অপারেশনের মাঝপথে ছবি তুললেন? এ কেমন অপেশাদারিত্বের পরিচয় দিলেন তারা?

ঘটনার তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে সেইসব ডাক্তারদের অপসারণ করে হাসপাতাল কর্তৃপক্ষ।

তবে চীনা সংবাদ মাধ্যমগুলো জানায়, সেলফির জেরে ডাক্তারদের কপাল পুড়লেও অপারেশনটি কিন্তু সফলই হয়েছিল। সেলফিতে অর্ধ-অপারেশনে থাকা ওই রোগী সুস্থ হয়ে সেই সেলফিতে লাইকও দিয়েছেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ০০৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।