ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

ফিচার

বানরবন্ধুই বাঁচালো বিদ্যুৎষ্পৃষ্ট বানরকে

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৪
বানরবন্ধুই বাঁচালো বিদ্যুৎষ্পৃষ্ট বানরকে

বিদ্যুৎস্পৃষ্ট এক বানর তার বানরবন্ধুকে বাঁচালো স্রেফ নিজের চেষ্টায়। শত শত মানুষ তা দেখলো অদূরে দাঁড়িয়ে।



ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরাঞ্চলীয় কানপুরে। ট্রেন স্টেশনের কাছে বিদ্যুতের তার স্পর্শ করতে  তাতে স্পৃষ্ট হয় একটি বানর। এতে অচেতন হয়ে পড়ে এবং ট্রেন লাইনের মাঝখানে ছিটকে পড়ে বানরটি। অপর একটি বানর তা দেখে উদ্ধারে ছুটে আসে। দ্রুত অচেতন পড়ে থাকা বানর বন্ধুকে তুলে নেয়। এরপর জোরে জোরে ঝাঁকুনি দিতে থাকে। মাটিতে ফেলে গায়ের ওপর উঠে লাফাতে থাকে আর মাথা ও চামড়ায় কামড়াতে থাকে। এতে এক পর্যায়ে অচেতন বানরটি নড়ে ওঠে। ততক্ষণে সেটির সারা শরীর মাটিতে ঢেকে গেছে। এক পর্যায়ে চলতে শুরু করে সেটি।

আশেপাশে ভীড় করা মানুষগুলো এই সুযোগে ইচ্ছামতো তুলে নেয় ছবি আর ভিডিও।  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।