ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফিচার

অজগরের আয়েশি ক্যাঙারু ভোজন!

সানজিদা সামরিন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
অজগরের আয়েশি ক্যাঙারু ভোজন! ছবি: সংগৃহীত

ছেলেবেলায় আমরা অনেক রূপকথার গল্প শুনেছি। শুনেছি তেপান্তরের মাঠ, যেখানে অপেক্ষা করছে এক বড় অজগর সাপ তার কথা।

যে সেখানে পৌঁছানো মাত্রই গপাগপ করে খেয়ে ফেলছে সবাইকে।

বাস্তবেও কি এমনটা হয়? অজগর কি তার শিকারকে আস্ত গিলে ফেলতে পারে?



হ্যাঁ, অজগর তার শিকারকে আস্ত গিলে ফেলতে পারে। প্রথমে সে ওঁৎ পেতে থাকে, শিকার কাছাকাছি এলেই তাকে পেঁচিয়ে ধরে নিজের কাছে নিয়ে আসে।

শিকার দুর্বল হয়ে এলেই বাড়িয়ে দেয় তার চোয়াল।


সাপের শরীর এলাস্টিকের মতো। তাই শিকারকে ভেতরে নেওয়ার সময় সাপের পাকস্থলি আকারে বাড়তে থাকে।


ঠিক এমন একটি ঘটনা সম্প্রতি ঘটেছে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের নিটমিলুক ন্যাশনাল পার্কে।

সেখানে একটি বিশাল অজগর একটি ক্যাঙারুকে পেঁচিয়ে ধরে। বুঝতে পেরে বনরক্ষক ঘটনাস্থলে যান এবং ক্যামেরায় অজগরের আয়েশি ক্যাঙারু গেলার দৃশ্য ফ্রেমবন্দি করেন।

জানা যায়, অজগরের একটি ক্যাঙারুকে হজম করতে সময় লাগে এক সপ্তাহ। এটি খাওয়ার পর সে একমাস পর্যন্ত না খেয়ে থাকতে পারে।


তবে কোনো অজগর পেটপুরে খাওয়ার পরও রাতে শিকার করতে বের হয়। আর সেই খাবার খেয়ে সে টিকে থাকতে পারে তিনমাস পর্যন্ত।  

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।