ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

ফিচার

মেক্সিকোয় ভিনদেশি প্রাণী, এলিয়েন না অন্যকিছু!

সানজিদা সামরিন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
মেক্সিকোয় ভিনদেশি প্রাণী, এলিয়েন না অন্যকিছু!

ঢাকা: কি ছিল ওটা? ভিনগ্রহের কোনো প্রাণী না দানব? এমনই প্রশ্ন ছিল টেক্সকোকোবাসীর মনে।

ক্রিসমাসে মেক্সিকান সিটিতে ঘটেছে এক অদ্ভুত ঘটনা।

সাত হেক্টর বার্লিখেত জুড়ে অস্বাভাবিক ক্ষতচিহ্নের মতো দাগ। সেদিন রাতে তারা খেতে দেখেছিলেন আলো। পরদিন সেখানে দেখা যায় অদ্ভুত এই দাগ।

স্থানীয় নারীরা বিষয়টিকে ভিনদেশি কোনো প্রাণীরর কাজ বলে ধরে নিয়েছেন। এবার তারা বিষয়টি অবগত করেছেন পুলিশকেও।

তারা বলছেন, শস্যখেতে কোনোএলিয়েন আক্রমণ করেছে। অনেকে ব্যাপরটিকে রসিকতা বলেও মনে করেছেন। কারণ মেক্সিকানরা সামাজিক মাধ্যমকে জানান, এলিয়েন হয়তো নেশাগ্রস্ত ছিল, যার ফলে এমন ক্ষত বিক্ষত দাগের সৃষ্টি হয়েছে।

তবে অনেকেই বলছেন, বাতাসের তীব্র বেগের ফলেও এটা হতে পারে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রাকৃতিক কোনো ঘটনা এ বিষয়টির জন্য দায়ী।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।