ঢাকা: অস্টিন, কনর ও ট্রেভর বার্টজ তিন ভাই। যুক্তরাষ্ট্রের ব্রাইটনে তাদের বাস।
বরফ দিয়ে বিশাল বিশাল সব প্রাণিদের ভাস্কর্য তৈরি করে ইতিমধ্যেই তারা শিল্প-সংস্কৃতি পাড়ায় হৈচৈ ফেলে দিয়েছেন।
নতুন বছরে বরফ দিয়ে তারা বানিয়েছেন ১২ ফুট লম্বা কচ্ছপের ভাস্কর্য। গত চার বছরে এরা বরফ ভাস্কর্যে এক ধরনের কাব্যিক মাত্রা যোগ করেছেন। যা নজর কেড়েছে শিল্প রসিকদের। কথা না বাড়িয়ে তাদের অসাধারণ সব সৃষ্টিগুলো দেখে নেওয়া যাক।
এসব ভাস্কর্য তৈরি করতে প্রথমে তারা বরফের স্তূপ করে তারপর সেটাকে নির্দিষ্ট রূপ দেন। এবছর কচ্ছপের ভাস্কর্যটি বানাতে তাদের মোট সময় লেগেছিল ৩শ’ ঘণ্টা!
বাঁচাও, হাঙরটা যেন রেগেমেগে তেড়ে আসছে তিন ভাইয়ের দিকে!
নিজেদের সৃষ্টিকর্ম সুনিপুণ করতে ভীষণ ব্যস্ত তিন সহোদর!
জীবন্ত হলে সত্যি সত্যি হাঙরের পেটেই যেতে হতো তাদের!
বিশাল এক ভোঁদড়ের সামনে হাস্যজ্জ্বল তিন ভাই।
কার দাঁত কত লম্বা!
বরফের তৈরী পটকামাছ নিজেও যেন কাঁছে প্রবল শীতে।
বাংলাদেশ সময়: ০২০৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫