ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

ফিচার

বিশ্বের সবচেয়ে বড় হৃৎপিণ্ড! (ভিডিওসহ)

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৫
বিশ্বের সবচেয়ে বড় হৃৎপিণ্ড! (ভিডিওসহ) ছবি: সংগৃহীত

ঢাকা: একটি প্রাণীর হৃৎপিণ্ড কত বড় হয়? কেউ বিষয়টি নিয়ে সচরাচার তলিয়ে ভাবে না। তবে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী যে তিমি- এটা কমবেশি সবাই জানে।

আরও জেনে রাখা ভালো- সবেচেয়ে বড় হৃৎপিণ্ডের অধিকারীও এ প্রাণীটিই।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেলিভিশন অনুষ্ঠান সম্প্রচারক পিবিএস ও যুক্তরাজ্যভিত্তিক বিবিসির নতুন সিরিজ ‘বিগ ব্লু  লাইভ’ তাই বলছে।

এরইমধ্যে হয়তো অনেকেই বিগ ব্লু  লাইভের সিরিজগুলো দেখে থাকবেন। গত মাসের ২৩ আগস্ট বিবিসি ওয়ানে সিরিজের প্রথম পর্ব দেখানো হয়।  

ইউটিউবে প্রকাশিত এ সিরিজের একটি ভিডিওতে সংরক্ষিত একটি নীল তিমির হৃৎপিণ্ড দেখানো হয়েছে।

কানাডার রয়েল ‍অন্টারিও জাদুঘরে সংগৃহীত হৃৎপিণ্ডটির ওজন প্রায় চারশো পাউন্ড বা প্রায় একশো ৯০ কিলোগ্রাম। চার ফুট পুরু হৃৎপিণ্ডটির দৈর্ঘ্য পাঁচ ফুট ও প্রশস্ততায় চার ফুট। বিবিসির ভাষ্য অনুযায়ী, এটিই বিশ্বের সবচেয়ে বড় হৃৎপিণ্ড।

ওজনদার হৃৎপিণ্ডটি ৭৬ ফুট দৈর্ঘ্যের মৃত নীল তিমির শরীর থেকে সংগ্রহ করা হয়েছে। তিমিটি বরফে আটকা পড়ে মারা গিয়েছিলো। শেষমেষ জলের স্রোতে কানাডার নিউফাউন্ডল্যান্ডের ডাঙায় এসে পড়ে। জানায় বিবিসি।

জাদুঘরের মেমলজি টেকনিশিয়ান জ্যাকলিন মিলার বিবিসিকে বলেন, আমি আশা করেছিলাম হৃৎপিণ্ডটি অন্তত একটি গাড়ির সমান হবে। কিন্তু সংগৃহীত হৃৎপিণ্ডটি ছোট গল্ফ গাড়ি বা দু’টি সার্কস বাম্পার গাড়ির সমান।

এদিকে ন্যাশনাল জিওগ্রাফিক ওয়েবসাইট জানিয়েছে, নীল তিমির জিহ্বার ওজনই একটি হাতির ওজনের বেশি। আর তাদের হৃৎপিণ্ড ছোটখাট গাড়ির চেয়েও বেশি ওজনদার।



বাংলাদেশ সময়: ০৩১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৫
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।