ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

ফিচার

ভাল্লুকের রং নীল!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
ভাল্লুকের রং নীল!

ঢাকা: কালো ভাল্লুক, শ্বেত ভাল্লুক নিশ্চয় দেখেছেন। কিন্তু নীল ভ‍াল্লুক চোখে পড়েছে কি আজ পর্যন্ত?

সম্প্রতি কানাডার ব্রিটিশ কলোম্বিয়ার মিশন শহরের সিলভারমেয়ার হ্রদের কাছে দেখা মিলেছে এক ভাল্লুকের।

পুরো শরীরটা তার কালো লোমাবৃত। তবে গলা থেকে মাথার অংশ ঘন নীল রঙের।

সন্ধ্যাবেলা রাস্তার পশে ঘাসের ওপর দিয়ে হাঁটছিলো সে। পাশে ছিলো তার ছোট্ট ছানা।


সেসময় ওই পথ ধরেই গাড়ি চালিয়ে যাচ্ছিলেন আলোকচিত্রী অ্যারন স্মিথ। রাস্তার পাশে ছানাসহ ভাল্ল‍ুকটি চোখে পড়ে তার। তাড়াতাড়ি ক্যামেরা বের করলেন ছবি তোলার জন্য।  
স্মিথ সিবিসি নিউজকে জানান, অদ্ভুত ছিলো ভল্ল‍ুকটি।   সত্যিই নীল ছিলো তার মাথা।

ছবি তোলার পর ভাল্লুক দু’টির আঁকাবাঁকা পথে হেঁটে যাওয়ার ভিডিও করেন তিনি। ইউটিউবে আপলোডও হয়েছে এ ভিডিওটি।

মিশন অ্যানিমেল কন্ট্রোল থেকে ক্রিস জোনস জানান, আমি ভাল্লুকটির গলায় নীল রঙের স্পষ্ট রেখা দেখতে পেয়েছি, দেখে মনে হচ্ছে সে হয়তো নীল রঙের কোনো কিছুর ভেতর মাথা ড‍ুবিয়েছিলো!


কিন্তু সংরক্ষণ কর্মকর্তা পল ম্যাকফাডেন জানিয়েছেন, চিন্তার কিছু নেই, ভাল্লুকটি সুস্থ।
তার নীল লোমগুলো সহজাত। স্বাভাবিকভাবেই জন্মায় এগুলো। একথা তিনি সংবাদমাধ্যমকে জানান।

তথ্যসূত্র: ইন্টারনেট।



বাংলাদেশ সময়: ০০৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।